বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাইসির মরদেহ তেহরানে, শেষকৃত্যের আয়োজন শুরু

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২২ মে, ২০২৪ ০০:০৭

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা প্রকাশিত ভিডিওতে দেখা যায়, রাইসির মরদেহ বহনকারী প্রেসিডেন্সিয়াল বিমান তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে অবতরণ করছে। মরদেহ বিমান থেকে নামানোর সময় সরকারি ও সামরিক কর্মকর্তারা লালগালিচার পাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। তাদের অনেকে কাঁদছেন।

হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির কয়েক দিনব্যাপী শেষকৃত্য আয়োজনের অংশ হিসেবে মরদেহ তেহরানে নেয়া হয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থাটির প্রকাশিত ভিডিওতে দেখা যায়, রাইসির মরদেহ বহনকারী প্রেসিডেন্সিয়াল বিমান তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে অবতরণ করছে। তার মরদেহ বিমান থেকে নামানোর সময় সরকারি ও সামরিক কর্মকর্তারা একটি লালগালিচার পাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। ওই সময় তাদের অনেককেই কাঁদতে দেখা যায়।

ইরনা প্রকাশিত কয়েকটি ছবিতে দেখা যায়, প্রেসিডেন্সিয়াল বিমানের একটি আসন খালি রাখা হয়েছে। আর আসনটিকে কালো কাপড়ে জড়িয়ে সেখানে রাইসির একটি ছবি রাখা আছে।

রাইসির মৃত্যু ইসলামি প্রজাতন্ত্র রাষ্ট্রটির কট্টরপন্থি এজেন্ডা বাস্তবায়নকে একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে।

মঙ্গলবার ইরানের তাবরিজ শহরের রাস্তায় শোকার্ত মানুষে ঢল নামে। ছবি: সংগৃহীত

মঙ্গলবার ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজে রাইসির জানাজা হয়। তার সঙ্গে থাকা বিধ্বস্ত হেলিকপ্টারের আরোহী পররাষ্ট্রমন্ত্রীসহ অন্যদের জানাজাও একইসঙ্গে অনুষ্ঠিত হয়। এদিন রাইসি ও অন্যদের মৃত্যুতে শোক প্রকাশ করে তাবরিজ শহরে শোক মিছিল বের হয়।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদোল্লাহিয়ান ও রোববারের দুর্ঘটনায় নিহত অন্যদের মরদেহ বহনকারী ফুল দিয়ে সাজানো ও ইরানের পতাকা দিয়ে আচ্ছাদিত ট্রাকটি যাওয়ার সময় মারটায়ার্স স্কয়ারে কালো পোশাক পরিহিত অসংখ্য মানুষ বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছেন।

তাবরিজে মঙ্গলবার দেয়া এক ভাষণে ইরানের ইন্টেরিয়র মিনিস্টার আহমাদ ভাহিদি বলেন, ‘রাইসি ও আমির-আবদোল্লাহিয়ান সাহসের সঙ্গে সেবা ও কূটনীতির দৃষ্টান্ত স্থাপন করেছেন। গাজা রক্ষায় রাইসির মর্মস্পর্শী বক্তব্যের কথা কে ভুলতে পারে?’

তাদের মরদেহগুলো এর পরে শিয়াদের পবিত্র শহর কোম-এ নেয়া হবে। সেখানে ইরানের প্রশিক্ষিত ও অভিজাত ধর্মগুরুরা ফাতিমা মাসুমাহ মাজারে মৃতদের জানাজা নামাজ পরিচালনা করবেন।

রাইসিসহ অন্যদের শেষকৃত্য আয়োজন উপলক্ষে বুধবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লাহ মসজিদে বড় আকারের আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। শেষকৃত্যের আয়োজন নির্বিঘ্নে পরিচালনা করার জন্য ইরানিয়ান ভাইস প্রেসিডেন্ট মানসুরি ওইদিনকে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করেছেন। দেশজুড়ে সব কার্যালয়ের কর্মকাণ্ড বন্ধ ঘোষণা করা হয়েছে।

বার্তা সংস্থা মেহের নিউজ জানায়, রাইসির মরদেহ এরপর ঐতিহাসিক ইমাম রেজা মাজারে নিয়ে যাওয়া হবে। সেখানে আয়াতুল্লাহ আলি খামেনি জানাজা নামাজ পরিচালনা করবেন।

এদিকে সোমবার ইরানিয়ান সংবাদমাধ্যমগুলো জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সামরিক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি কমিশনকে নিয়োগ দিয়েছেন ইরানের সামরিক বাহিনীর প্রধান।

ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, আজারবাইজানের পূর্বাঞ্চলের ওই ঘটনাস্থলে যাবে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল।

এ বিভাগের আরো খবর