বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাইসিকে নিয়ে বিধ্বস্ত হেলিকপ্টারটি সম্বন্ধে যা জানা গেল

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২০ মে, ২০২৪ ১৪:২৯

বেল ২১২ মডেলের হেলিকপ্টারটিকে তৈরি করা হয় একজন পাইলটসহ ১৫ আরোহীর উপযোগী করে।

ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের ভারজাকান ও জোলফা শহরের মধ্যবর্তী দিজমার বনে রোববার বিধ্বস্ত হয় দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদোল্লাহিয়ান ও তাদের সফরসঙ্গীদের বহনকারী হেলিকপ্টারটি।

এ দুর্ঘটনায় আকাশযানটির ৯ আরোহীর সবাইকে সোমবার মৃত ঘোষণা করে ইরান।

বিধ্বস্ত সেই হেলিকপ্টার সম্বন্ধে বেশ কিছু তথ্য জানিয়েছে আল জাজিরা।

সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, ‘বেল ২১২’ মডেলের হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রে তৈরি। ‘বেল হেলিকপ্টার নামের কোম্পানি (বর্তমানে বেল টেক্সট্রন) ১৯৬০-এর দশকে কানাডার সামরিক বাহিনীর জন্য তৈরি ‘ইউএইচ-১ ইরোকুইস’-এর উন্নত সংস্করণ হিসেবে আকাশযানটি নির্মাণ করে।

নতুন ডিজাইনের হেলিকপ্টারে একটির জায়গায় দুটি টার্বোশ্যাফট ইঞ্জিন যুক্ত করা হয়। এর ফলে এর ধারণক্ষমতা বেড়ে যায়।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রশিক্ষণ নথি অনুযায়ী, হেলিকপ্টারটি ১৯৭১ সালে বাজারে আনা হয়। এর পরপরই এর ব্যবহার শুরু করে যুক্তরাষ্ট্র ও কানাডা।

মূলত আকাশ থেকে দাবানল নেভানোর গিয়ার, পণ্য পরিবহনের জন্য হেলিকপ্টারটি তৈরি করা হয়।

বেল ২১২ মডেলের হেলিকপ্টারটিকে তৈরি করা হয় একজন পাইলটসহ ১৫ আরোহীর উপযোগী করে।

আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর নিষেধোজ্ঞার ফলে ইরানের পক্ষে বিদ্যমান বিমানের জন্য যন্ত্রাংশ কিংবা নতুন বিমান কেনা কষ্টসাধ্য।

বেল ২১২ মডেলের হেলিকপ্টারের প্রাণঘাতী দুর্ঘটনার শিকার হওয়া নতুন নয়।

ফ্লাইট সেফটি ফাউন্ডেশনের ডেটা অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের উপকূলের কাছে সমুদ্রে ২০২৩ সালের সেপ্টেম্বরে বিধ্বস্ত হয় ব্যক্তিগতভাবে পরিচালিত এ ধরনের একটি হেলিকপ্টার।

এ বিভাগের আরো খবর