আফগানিস্তানে ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন। এর আগে গত সপ্তাহে দেশটিতে আকস্মিক বন্যায় সারা দেশে ৩১৫ জন নিহত এবং ১ হাজার ৬০০ জনেরও বেশি আহত হন।
স্থানীয় সময় শুক্রবার এ বন্যায় হাজার হাজার বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক মানুষ নিখোঁজ আছেন।
ঘোর প্রদেশের গভর্নরের মুখপাত্র আবদুল ওয়াহিদ হামাসের বরাত দিয়ে দ্য গার্ডিয়ানের শনিবারের প্রতিবেনে এ তথ্য জানানো হয়।
আবদুল ওয়াহিদ বলেন, ‘বন্যায় শত শত হেক্টর কৃষিজমি ধ্বংসের সঙ্গে প্রদেশটি উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে।’
ক্ষতিগ্রস্ত পশ্চিমাঞ্চলীয় প্রদেশে অন্তত ৫০ জন নিহত হয়েছে। এদিকে উত্তরাঞ্চলীয় প্রদেশ ফারায়াবে ১৮ জন নিহত এবং আরও দুইজন আহত হওয়ার কথা জানা গেছে। যার ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮। ৩০০টিরও বেশি পশুপাখি মারা গেছে এ বন্যায়।
উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানোর জন্য চেষ্টা করছেন। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্ব খাদ্য সংস্থা বলেছে, বন্যায় যারা বেঁচে গেছেন তাদের বেশিরভাগেরই এখন যাওয়ার মতো কোনো বাড়ি নেই, জমি নেই এবং জীবিকার কোনো উৎস নেই।
জাতিসংঘের মতে, জলবায়ু পরিবর্তনজনিত কারণে আফগানিস্তান প্রাকৃতিক দুর্যোগের দিক থেকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ একটি দেশ।