বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হামাসের সুড়ঙ্গ থেকে ৩ জিম্মির মরদেহ উদ্ধারের দাবি ইসরায়েলের

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৮ মে, ২০২৪ ১০:০০

আইডিএফ জানায়, গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার সময় দক্ষিণ ইসরায়েলে গাজার সীমানার কাছে নোভা মিউজিক ফেস্টিভাল চলছিল। হামাসের হামলায় ওই উৎসবে উদ্ধার করা তিনজনসহ ৩৫০ জন প্রাণ হারান।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের একটি সুড়ঙ্গে থেকে তিন জিম্মির মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

আইডিএফের বরাত দিয়ে শনিবার বিবিসি জানায়, গত বছর ৭ অক্টোবরের হামাসের হামলায় তাদের হত্যা করা হয়েছে। এরপর তাদের দেহাবশেষ গাজায় ফিরিয়ে নেয়া হয়।

স্থানীয় সংবাদমাধ্যম বলছে, হামাসের একটি সুড়ঙ্গে মরদেহগুলো পাওয়া গেছে।

প্রাণ হারানো তিনজন হলেন শানি লোউক (২২), অমিত বুসকিলা (২৮) এবং ইজহাক গেলেরেন্তার (৫৬)।

এ ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ‘আমরা আমাদের সকল জিম্মি, জীবিত ও মৃত সবাইকে ফিরিয়ে আনব।’

রাতভর অভিযান চালিয়ে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে আইডিএফ।

বাহিনী জানায়, গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার সময় দক্ষিণ ইসরায়েলে গাজার সীমানার কাছে নোভা মিউজিক ফেস্টিভাল চলছিল। হামাসের হামলায় ওই উৎসবে উদ্ধার করা তিনজনসহ ৩৫০ জন প্রাণ হারান।

হামাসের ৭ অক্টোবরের হামলায় ১ হাজার ২০০ জন নিহত হন। তারা আরও ২৫২ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যান।

হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৭ অক্টোবরের পর গাজায় ইসরায়েলের চলমান হামলায় এ পর্যন্ত অন্তত ৩৫ হাজার মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

এ বিভাগের আরো খবর