ইসরায়েলের ওপর ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের মধ্যে অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণবাহী ট্রাক ঢুকতে শুরু করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টায় গাজা উপকূলে যুক্তরাষ্ট্রের নির্মিত একটি অস্থায়ী ঘাট দিয়ে আনা ত্রাণসামগ্রী নিয়ে ট্রাকগুলো ঢুকতে শুরু করেছে বলে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, এর আগে ইসরায়েলের আশদোদ বন্দরে একটি ঘাট নির্মাণ করে যুক্তরাষ্ট্র। ওই ঘাটের অবকাঠামো খুলে নিয়ে গাজা উপকূলে অস্থায়ী ঘাট নির্মাণ করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
উপকূলে ঘাট তৈরি করলেও যুক্তরাষ্ট্রের কোনো সেনা তীরে পদার্পণ করেননি বলে বিবৃতিতে উল্লেখ করেছে সেন্ট্রাল কমান্ড।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এই পথে আসা ত্রাণ একটি চলমান বহুজাতিক প্রচেষ্টার অংশ। বেশ কয়েকটি দেশের দান করা মানবিক সহায়তা এই পথ দিয়ে গাজায় ঢুকছে।
এদিকে যুক্তরাজ্য বলেছে, ওই ঘাটের মাধ্যমে তারা ইতোমধ্যে প্রাথমিক চিকিৎসার একটি চালান সরবরাহ করেছে। অন্যদিকে, এ পথ দিয়ে গাজায় প্রবেশ করা ত্রাণসামগ্রী কোথায়, কীভাবে বণ্টন করা হবে, সেসব পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
গাজার উদ্দেশে পাঠানো ত্রানসামগ্রী প্রথমে সাইপ্রাসে পরীক্ষা করে দেখবে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। এরপর গাজায় ইসরায়েলি চেকপয়েন্টগুলোর মধ্য দিয়ে সেগুলোকে যেতে হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।
গত ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে আকস্মিক হামলা চালায় হামাস। ওই হামলার প্রতিক্রিয়ায় গাজায় টানা হামলা চালাচ্ছে ইসরায়েল। হামলা শুরুর পর ৯ অক্টোবর গাজায় সর্বাত্মক অবরোধের ঘোষণা দেয় দখলদার ইসরায়েল।
টানা হামলায় খাবার, পানি, ওষুধ ও জ্বালানির অভাবে অনেক আগে থেকেই ধুঁকছে হামাস নিয়ন্ত্রিত উপত্যকাটি। সীমানা অবরুদ্ধ করে ইসরায়েলের আগ্রাসনে মৃত্যু নগরীতে পরিণত হয়েছে গাজা।
হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গাজায় চলমান ইসরায়েলি সামরিক হামলায় সাড়ে ৩৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ৭৮ হাজারের মতো আহত হয়েছেন। আর হামাসের হামলায় নিহত হয়েছেন এক হাজার ১৩৯ ইসরায়েলি।