ভারতে সাত সপ্তাহব্যাপী লোকসভা নির্বাচনের চতুর্থ ধাপে সোমবার ভোট দিচ্ছেন দেশটির নাগরিকরা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, অর্থনৈতিক অসাম্য ও ধর্মীয় বিভক্তি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বক্তব্য উচ্চকিত হওয়ার মধ্যে সাধারণ নির্বাচনের চতুর্থ পর্যায়ের ভোট শুরু হলো দেশটিতে।
বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে সাত ধাপের নির্বাচনে গত ১৯ এপ্রিল ভোট শুরু হয়, যেখানে প্রায় ১০০ কোটি ভোটার। ভোট গণনা শুরুর কথা আছে ৪ জুন।
এ নির্বাচনের মধ্য দিয়ে টানা তৃতীয়বারের মতো কেন্দ্রে ক্ষমতায় আসতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যেখানে তার হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপির সঙ্গে লড়াই করছে কংগ্রেসসহ দুই ডজনের বেশি বিরোধী দল।
চতুর্থ দফায় ভোট হচ্ছে ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৬ আসনে, যেখানে ভোট দিতে পারবেন ১৭ কোটি ৭০ লাখ ভোটার।
এ দফায় যেসব আসনে ভোট হচ্ছে, সেগুলোর বড় অংশ পড়েছে দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানা, অন্ধ্র প্রদেশ ও ওড়িশায়, যেখানে দেশের অন্য অংশের মতো শক্তিশালী নয় বিজেপি।
প্রথম তিন দফায় ভোট অনেক কম পড়ায় সোমবারের নির্বাচনে ভোট পড়ার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।