আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাঘলান প্রদেশে আকস্মিক বন্যায় নারী ও শিশুসহ অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানির বরাত দিয়ে বিবিসির শনিবারের প্রতিবেদনে এ কথা জানানো হয়।
তিনি বলেন, যারা মারা গেছেন তারা বাঘলান প্রদেশের বোরকা জেলা থেকে এসেছেন।
প্রদেশের প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান হেদায়েতউল্লাহ হামদার্দ বলেন, বাঘলান প্রদেশের বাঘলান-ই-মারকাজি জেলার হাসপাতাল কর্তৃপক্ষ এ পর্যন্ত মৃতের সংখ্যা ৬০ বলে জানিয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে। এ ছাড়া দুই শতাধিক মানুষ ঘরের ভেতরে আটকা পড়ে আছেন।
কর্মকর্তা বলেছেন, প্রবল বর্ষণের কারণে শুক্রবার আকস্মিক এ বন্যা দেখা দেয়। বাসিন্দারা এ বন্যার জন্যে প্রস্তুত ছিল না।
বন্যার কারণে কাবুলের সঙ্গে উত্তর আফগানিস্তানের সংযোগকারী প্রধান সড়কটি বন্ধ রয়েছে। প্রায় দুই হাজার ঘরবাড়ি, তিনটি মসজিদ এবং চারটি স্কুলও ক্ষতিগ্রস্ত হয়েছে।
হামদর্দ বলেন, আবহাওয়া পরিস্থিতি এখনও ভালো না। আবারও বৃষ্টি হতে পারে। যারা বাড়িঘর হারিয়েছে তাদের তাঁবু, কম্বল ও খাবার সরবরাহ করা হয়েছে।
সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় উদ্ধার অভিযান চলছে বলেও তিনি জানান।
এপ্রিলের মাঝামাঝি থেকে আকস্মিক ও অন্যান্য বন্যায় আফগাস্তিানের ১০টি প্রদেশে প্রায় ১০০ জন মারা গেছে।কৃষিজমি বন্যার পানিতে তলিয়ে গেছে যেখানে দেশটির ৮০ শতাংশ মানুষ কৃষির মাধ্যমে জীবিকা নির্বাহ করে।
জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিতে থাকা আফগানিস্তানে সাধারণত শুষ্ক আবহাওয়া বিরাজ করে। ফলে বৃষ্টির পানি মাটিতে শুষে যাওয়া কঠিন হয়ে পড়ে।