গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় বড় অভিযান চালালে অস্ত্রের চালান বন্ধের হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে প্রেসিডেন্ট জো বাইডেনের সেই হুঁশিয়ারি উপেক্ষা করে বৃহস্পতিবার রাফায় হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী রাফা শহরের কাছে ট্যাংক জড়ো করে গোলা নিক্ষেপ করছে।
রাফার বাসিন্দা ও চিকিৎসকদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, শহরের পূর্বাঞ্চলীয় এলাকায় একটি মসজিদের কাছে ইসরায়েলি ট্যাংকের গোলায় তিনজন নিহত ও আরও বহু মানুষ আহত হয়েছেন।
শহরের পূর্ব প্রান্তের বাসিন্দারা জানিয়েছেন, একটি হেলিকপ্টার থেকেও গুলি চালানো হয়। এ ছাড়া বেশ কয়েকটি ড্রোন বাড়ির ছাদের কাছাকাছি চক্কর দেয়।
আর ইসরায়েলি সামরিক বাহিনী গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফার পূর্বাঞ্চলে সীমিত আকারে অভিযান চালানোর দাবি করেছে।
কাতারভিত্তিক সংবাদ মাধ্যমে আল জাজিরার তারেক আবু আজজুম রাফা থেকে রিপোর্ট করেছেন, জনাকীর্ণ শহরের অন্যান্য অংশেও হামলা ছড়িয়ে পড়েছে।
তিনি বলেন, ‘আমরা যা প্রত্যক্ষ করছি তা হলো ব্যাপক ধ্বংসযজ্ঞ ও প্রাণঘাতী হামলা। এটি শুধু পূর্বাঞ্চলেই নয়, রাফার আল-মাওয়াসিসহ মধ্য এবং পশ্চিম অংশেও ছড়িয়ে পড়েছে।’
ইসরায়েল বলছে, মিলিয়নের বেশি মানুষের আশ্রয়স্থল রাফায় হামাস সদস্যরা লুকিয়ে আছে। নিজেদের নিরাপত্তার জন্য তাদের নির্মূল করা দরকার।
জেরুজালেমে আলোচনার পর সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস বৃহস্পতিবার মধ্যস্থতাকারীদের সঙ্গে যুদ্ধবিরতি নিশ্চিত করার চেষ্টায় ফের বৈঠক শুরু করেছেন বলে মিসরের দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে।
ওদিকে কায়রোতে যুদ্ধবিরতি আলোচনা অব্যাহত থাকা অবস্থায় হামাস ও ইসলামিক জিহাদ জানিয়েছে, তাদের যোদ্ধারা রাফার পূর্ব উপকণ্ঠে ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালিয়েছে এবং ইসরায়েলি অবস্থানে ট্যাংক বিধ্বংসী রকেট ও মর্টার নিক্ষেপ করেছে।