ভারতে চলমান লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপে মঙ্গলবার ভোট দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এনডিটিভি জানায়, নিজ রাজ্য গুজরাটের আহমেদাবাদের একটি স্কুলে সকালে ভোট দেন সরকারপ্রধান।
সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, গুজরাটের সবচেয়ে জনবহুল শহরের রানিপ এলাকার নিশান হায়ার সেকেন্ডারি স্কুলকে ভোটকেন্দ্র করা হয়েছে, যেখানে সকাল সাড়ে সাতটার পরপরই পৌঁছান মোদি।
ভোটকেন্দ্রে প্রধানমন্ত্রী মোদিকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরে দুজনে গোপন কক্ষের দিকে যান।
ভোট দিতে আসা মোদিকে একনজর দেখতে কেন্দ্রের পাশে জড়ো হন বিপুলসংখ্যক সমর্থক, যারা প্রধানমন্ত্রীর সমর্থনে স্লোগান দিতে থাকেন।
ভোটকক্ষে (বুথ) যাওয়ার পথে সমর্থকের আঁকা একটি পোর্ট্রেটে অটোগ্রাফ দেন মোদি।
বুথের বাইরে এসে গণতন্ত্রের জন্য ভোটের গুরুত্ব তুলে ধরে দেশবাসীকে বড় পরিসরে কেন্দ্রে এসে ভোট দেয়ার আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “আমাদের দেশে ‘দান’ বিশাল গুরুত্ববাহী এবং একই চেতনা নিয়ে দেশবাসীর উচিত যত বেশি সম্ভব ভোট দেয়া। সামনে আরও চার দফা ভোট।”
মোদির পর পরিবারের সদস্যদের নিয়ে ভোট দেন গুজরাটের রাজধানী গান্ধীনগর থেকে নির্বাচনে লড়া অমিত শাহ।