ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরের তিনটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় ১৩ জন নিহত ও অনেকে আহত হয়েছেন বলে সোমবার জানিয়েছেন চিকিৎসকরা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, গাজা উপত্যকার শাসক দল হামাসের সংবাদমাধ্যমগুলোর মতে, হামলায় নিহতের সংখ্যা ১৫।
স্বাস্থ্য কর্মকর্তারা জানান, উপত্যকার উত্তরাঞ্চলীয় গাজা সিটিতে ইসরায়েলি বিমান দুটি বাড়িতে হামলা চালায়, যার ফলে কয়েকজন হতাহত হয়।
ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা করতে হামাস নেতাদের মিসরে স্বাগত জানানোর প্রত্যাশার কয়েক ঘণ্টা আগে রাফাহতে এ হামলা চালানো হলো।
গাজায় গত বছরের ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি হামলা থেকে বাঁচতে ১০ লাখের বেশি মানুষ আশ্রয় নেন রাফাহ শহরে। ওই দিন দক্ষিণ ইসরায়েলে হামাসের প্রাণঘাতী হামলার পরিপ্রেক্ষিতে গাজায় ইসরায়েলের প্রায় বিরামহীন বিমান হামলা শুরু হয়।
ইসরায়েলি হামলায় উপত্যকায় প্রায় সাড়ে ৩৪ হাজার মানুষ নিহত ও সাড়ে ৭৭ হাজারের বেশি লোক আহত হয়।
অন্যদিকে ইসরায়েলের হিসাব অনুযায়ী, হামাসের হামলায় নিহত ইসরায়েলির সংখ্যা এক হাজার ২০০। দেশটির দাবি, হামলার দিন ২৫৩ জনকে বন্দি করে হামাস।