বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তুরস্কে নাইটক্লাবে আগুন, নিহত ২৯

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২ এপ্রিল, ২০২৪ ২১:৩৭

ঘটনার প্রায়া এক ঘণ্টা পর ফায়ার সার্ভিস ক্লাবের প্রবেশদ্বারের আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয় বলে জানিয়েছে আল জাজিরা। তবে তার মধ্যেই ক্ষতি যা হওয়ার হয়ে গিয়েছে।

সংস্কারকাজ চলাকালে তুরস্কের একটি নাইটক্লাবে আগুন লেগে অন্তত ২৯ জন নিহত হয়েছেন।

তুর্কি কর্তৃপক্ষের বরাতে রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় দিনের বেলা রাজধানী ইস্তাম্বুলের মাস্করাড নাইটক্লাবে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বেলা ১২টা ৪৭ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে ইস্তাম্বুলের গভর্নর অফিস।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বেসমেন্টের দুই তলা থেকে সাদা-কালো ধোঁয়া বের হচ্ছে। সেইসঙ্গে আগুনের লেলিহান শিখা তৃতীয় তলায় উঠছে। ক্লাবের প্রবেশদ্বারের দিকের করিডোরগুলো সম্পূর্ণ পুড়ে গিয়েছে।

ঘটনার প্রায়া এক ঘণ্টা পর ফায়ার সার্ভিস ক্লাবের প্রবেশদ্বারের আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয় বলে জানিয়েছে আল জাজিরা। তবে তার মধ্যেই ক্ষতি যা হওয়ার হয়ে গিয়েছে। এরপর স্বাস্থ্যকর্মীরা ভবনটির ভেতরে প্রবেশ করে আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনায় সন্দেহভাজন ছয়জনকে আটক করা হয়েছে বলে সিটি গভর্নরের কার্যালয় জানিয়েছে।

ইস্তাম্বুলের ১৬ তলা একটি ভবনের বেসমেন্টের দুই তলা নিয়ে ক্লাবটির পরিসর। সংস্কারকাজের জন্য সেটি মাসজুড়ে বন্ধ রয়েছে। ধারণা করা হচ্ছে, যারা নিহত হয়েছেন তারা সংস্কার কাজ করছিলেন।

ক্লাবটির ওয়েবসাইটের তথ্যানুযায়ী, সপ্তাহে অসংখ্যবার ডিজে পার্টি ও স্টেজ শো পরিচালনা করে থাকে এ ক্লাবটি। শুধু তাই নয়, এখানে ৪ হাজার মানুষকে জায়গা দিতে পারে মাস্করাড।

এ বিভাগের আরো খবর