ফিলিস্তিনের গাজার প্রধান হাসপাতাল আল-শিফায় টানা কয়েকদিন ধরে বড় ধরনের অভিযান চালানো শেষে ওই এলাকা থেকে ট্যাংক ও যানবাহন সরিয়ে নিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী কয়েকদিন।
হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় বলেছে, হাসপাতালে বেশকিছু মরদেহ পাওয়া গেছে। এএফপি’র এক সাংবাদিক এবং প্রত্যক্ষদর্শীরা হাসপাতাল এলাকা থেকে ট্যাঙ্ক ও যানবাহন বের হয়ে যেতে দেখেছেন।
তবে ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে সেনা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেনি। সেনাবাহিনী ১৮ মার্চের অপারেশনকে ‘নির্ভূল’ হিসেবে বর্ণনা করেছে। তারা দাবি করেছে, হামাস যোদ্ধাদের গোপন আস্তানা টার্গেট করে হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়েছে।
ইসরায়েলের পক্ষ থেকে এর আগে দাবি করা হয়, আল-শিফা ও আশেপাশে লড়াইয়ে কয়েক শ’ যোদ্ধা নিহত হয়েছে।
হামাস আল-শিফা ও অন্যান্য হাসপাতালে স্বাস্থ্য সেবা বন্ধ থাকার কথা অস্বীকার করেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আল-শিফা মেডিক্যাল কমপ্লেক্সের আশপাশ থেকে কয়েক ডজন মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে কিছু মরদেহে পচন ধরেছে।’
বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরায়েলি সামরিক বাহিনী গুরুত্বপূর্ণ ভবনগুলো পুড়িয়ে দেয়ার পর এবং এটিকে সম্পূর্ণরূপে পরিষেবার বাইরে রাখার পর আল-শিফা মেডিক্যাল কমপ্লেক্স থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে। ভবন ও এর চারপাশের ভবনগুলোর ধ্বংসযজ্ঞের মাত্রা ভয়াবহ।’
ঘটনাস্থলে থেকে এএফপি’র এক সাংবাদিক জানান, কমপ্লেক্সের ভেতরের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু এলাকা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
একজন চিকিৎসক এএফপি’কে জানান, ২০টিরও বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং কিছু মরদেহ ইসরায়েলি যানবাহন সরিয়ে নেয়ার সময় পিষে ফেলা হয়েছে।