বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তুরস্কের স্থানীয় নির্বাচনে বড় ধাক্কা খেলেন এরদোয়ান

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১ এপ্রিল, ২০২৪ ১০:৫৮

বিশ্লেষকদের ভাষ্য, তুরস্কজুড়ে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, ইসলামপন্থি ভোটারদের মধ্যে অসন্তোষ এবং ইস্তাম্বুলে সিএইচপির সেক্যুলার ভোটারদের বাইরেও অন্যদের কাছে ইমামোগলুর গ্রহণযোগ্যতার ফলে জনমত জরিপে প্রত্যাশিত ভোটের চেয়ে কম পায় একে পার্টি।

তুরস্কের স্থানীয় নির্বাচনে রোববার প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দলকে বড় পরাজয়ের স্বাদ দিয়েছে বিরোধীরা।

রয়টার্স মনে করছে, এ নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের নতুন করে জানান দিল বিরোধীরা। একই সঙ্গে এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আরও জোরালো হলো ইস্তাম্বুলের মেয়র ইকরেম ইমামোগলুর অবস্থান।

বার্তা সংস্থাটির প্রতিবেদনে জানানো হয়, বেশির ভাগ ভোট গণনা শেষে তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলের মেয়র পদে ১০ শতাংশ ভোটে এগিয়ে ছিলেন ইমামোগলু। তার দল রিপাবলিকান পিপল’স পার্টি (সিএইচপি) আঙ্কারায় ক্ষমতা ধরে রাখার পাশাপাশি দেশজুড়ে অন্য ১৫টি নগরে মেয়র পদে জয়ী হয়।

স্থানীয় সরকার নির্বাচনে বিরোধীদের এ দাপট দুই দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা এরদোয়ান ও তার একে পার্টির জন্য সবচেয়ে শোচনীয় পরাজয়, যেটি দেশটির বিভক্ত রাজনৈতিক পরিসরে পরিবর্তনের ইঙ্গিত হতে পারে। স্থানীয় সময় রোববার মধ্যরাতে দেয়া এক ভাষণে এরদোয়ান একে ‘সন্ধিক্ষণ’ হিসেবে আখ্যা দিয়েছেন।

বিশ্লেষকদের ভাষ্য, তুরস্কজুড়ে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, ইসলামপন্থি ভোটারদের মধ্যে অসন্তোষ এবং ইস্তাম্বুলে সিএইচপির সেক্যুলার ভোটারদের বাইরেও অন্যদের কাছে ইমামোগলুর গ্রহণযোগ্যতার ফলে জনমত জরিপে প্রত্যাশিত ভোটের চেয়ে কম পায় একে পার্টি।

এমন বাস্তবতায় রোববার রাতে উচ্ছ্বসিত সমর্থকদের উদ্দেশে (যাদের কেউ কেউ এরদোয়ানের পদত্যাগ দাবি করেন) ৫৩ বছর বয়সী ইমামোগলু বলেন, ‘যারা জাতির বার্তা বোঝেন না, তারা শেষ পর্যন্ত পরাজয় বরণ করবেন।’

এ বিভাগের আরো খবর