বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

যুক্তরাষ্ট্রে সপ্তাহে চার দিন অফিস চান স্যান্ডার্স

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৫ মার্চ, ২০২৪ ১২:৫২

বার্নি স্যান্ডার্স বলেন, ‘বর্তমানে আমেরিকান শ্রমিকদের উৎপাদন সক্ষমতা ১৯৪০-এর দশকের শ্রমিকদের চেয়ে ৪০০ শতাংশের বেশি, কিন্তু তা সত্ত্বেও কয়েক দশক আগের চেয়ে কম বেতনের জন্য দীর্ঘ সময় ধরে কাজ করেন লাখ লাখ আমেরিকান। এর বদল দরকার।’

যুক্তরাষ্ট্রে বেতন কর্তন ছাড়া সাপ্তাহিক কর্মদিবস কমিয়ে চার দিন করার জন্য বৃহস্পতিবার পার্লামেন্টে উত্থাপন করা বিলের ওপর বক্তব্য দিয়েছেন সিনেটর বার্নি স্যান্ডার্স।

এনবিসি নিউজের প্রতিবেদনে জানানো হয়, স্যান্ডার্স উত্থাপিত ‘থার্টি-টু আওয়ার ওয়ার্ক উইক অ্যাক্ট’ শিরোনামের বিলটি পাস হলে চার বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে সাপ্তাহিক আদর্শ কর্মঘণ্টা ৪০ ঘণ্টা (৮ ঘণ্টা করে পাঁচ দিন) থেকে কমে ৩২ ঘণ্টা (আট ঘণ্টা করে চার দিন) হবে।

বিলটির বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে স্যান্ডার্স বলেন, প্রযুক্তিগত উন্নতির সঙ্গে সঙ্গে ক্রমবর্ধমান উৎপাদনশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে শ্রমিকদের হিস্যা নিশ্চিতের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে বিলটি।

এ সংক্রান্ত এক বিবৃতিতে বার্নি স্যান্ডার্স বলেন, বেতন কর্তন ছাড়া ৩২ ঘণ্টার কর্মঘণ্টায় যাওয়াটা আমূল পরিবর্তনের বিষয় নয়।

তিনি বলেন, ‘বর্তমানে আমেরিকান শ্রমিকদের উৎপাদন সক্ষমতা ১৯৪০-এর দশকের শ্রমিকদের চেয়ে ৪০০ শতাংশের বেশি, কিন্তু তা সত্ত্বেও কয়েক দশক আগের চেয়ে কম বেতনের জন্য দীর্ঘ সময় ধরে কাজ করেন লাখ লাখ আমেরিকান। এর বদল দরকার।’

যুক্তরাষ্ট্রের এ আইনপ্রণেতা বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), স্বয়ংক্রিয় ব্যবস্থা ও নতুন প্রযুক্তির মাধ্যমে আর্থিক যে লাভ হচ্ছে, তার সুবিধা অবশ্যই পেতে হবে শ্রমিক শ্রেণিকে। এ সুবিধা শুধু বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কিংবা ওয়াল স্ট্রিটের বিত্তবান অংশীজনরা পেলে হবে না।

তিনি আরও বলেন, ‘আমাদের দেশে চাপের মাত্রা কমিয়ে আমেরিকানদের উন্নতমানের জীবন উপভোগের এখনই সময়। বেতন কর্তন ছাড়া ৩২ ঘণ্টার সাপ্তাহিক কর্মঘণ্টার সময় এখনই।’

এ বিভাগের আরো খবর