বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বেতন নেবেন না পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৩ মার্চ, ২০২৪ ১০:২২

পাকিস্তানের প্রেসিডেন্ট সচিবালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘বিদ্যমান অর্থনৈতিক চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট পদের জন্য বেতন না তোলার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট জারদারি। দেশে দূরদর্শী আর্থিক ব্যবস্থাপনায় উৎসাহ দিতে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।’

পাকিস্তানে অর্থনৈতিক সংকটের মধ্যে মঙ্গলবার বেতন না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।

দি এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।

পাকিস্তানের প্রেসিডেন্ট সচিবালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘বিদ্যমান অর্থনৈতিক চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট পদের জন্য বেতন না তোলার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট জারদারি। দেশে দূরদর্শী আর্থিক ব্যবস্থাপনায় উৎসাহ দিতে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।’

বিবৃতিতে আরও বলা হয়, জাতীয় কোষাগারকে চাপমুক্ত রাখাটা জরুরি মনে করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট। এ কারণে তিনি বেতন না নেয়াটাকে বেছে নিয়েছেন।

গত ১০ মার্চ পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন শুরু করেন আসিফ আলি জারদারি।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সদ্য দায়িত্ব নেয়া মহসিন নাকভিও তার মেয়াদকালে বেতন না তোলার সিদ্ধান্ত নিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মঙ্গলবার নাকভি লিখেন, চ্যালেঞ্জিং সময়ে সম্ভাব্য সব উপায়ে জাতির সেবা দিতে তিনি অঙ্গীকারবদ্ধ।

এ বিভাগের আরো খবর