সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে আর বাধা নেই।
স্থানীয় সময় সোমবার দেশটির সর্বোচ্চ আদালত ফেডারেল সুপ্রিম কোর্ট এই রায় দেয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে সিএনএন।
২০২১ সালের ৬ জানুয়ারি কংগ্রেস ভবন ক্যাপিটলে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে ট্রাম্পকে প্রাইমারিতে অযোগ্য ঘোষণা করে কলোরাডো অঙ্গরাজ্যের সুপ্রিম কোর্ট।
ওই রায় সর্বসম্মতভাবে নাকচ করেছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা ঘোষণা দিয়েছেন, ট্রাম্পের সমর্থকদের হামলার প্রেক্ষাপটে রাজ্য তার প্রার্থী হওয়া নিষিদ্ধ করতে পারে না।
আগামী নভেম্বরে হতে যাওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা ট্রাম্প তার প্রতিষ্ঠিত সামাজিকমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে বলেন, ‘আমেরিকার জন্য এটা বড় জয়।’