বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চা খেতে নেমেছিলেন চালক, ৯০ কিলোমিটার গতিতে ছুটল ট্রেন

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৪ ১৩:৫১

ইঞ্জিন চালু রেখেই চা খেতে নেমেছিলেন পাথরবোঝাই ওই ট্রেনের চালক। প্রায় ৮০ কিলোমিটার যাওয়ার পর অবশেষে এটিকে থামানো সম্ভব হয়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

হলিউডি সিনেমা ‘আনস্টপএবল’-এরই যেন পুনারাবৃত্তি ঘটল ভারতে, চালক ছাড়াই চলতে শুরু করল ট্রেন। ৯০ কিলোমিটার গতি ছুটে চল পণ্যবাহী ট্রেনটিকে অবশেষে ঠেকানো সম্ভব হয়েছে।

রোববার জম্মুর কাঠুয়া থেকে পাঞ্জাবের হশিয়ারপুর যাওয়ার পথে ট্রেনটি এমন বিপত্তি ঘটিয়েছে বলে টাইমস অফ ইন্ডিয়ার সোমবারের প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিবেদন বলছে, ইঞ্জিন চালু রেখেই চা খেতে নেমেছিলেন পাথরবোঝাই ওই ট্রেনের চালক। প্রায় ৮০ কিলোমিটার যাওয়ার পর অবশেষে এটিকে থামানো সম্ভব হয়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

এরই মধ্যে ট্রেনটির দুজন চালকসহ ছয়জনকে বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে চালকবিহীন ট্রেনের ছুটে চলার ভিডিও।

একজন কর্মকর্তা বলেছেন, চালক চা খেতে নেমেছিলেন স্টেশনে। তবে ইঞ্জিন চালু থাকায় এটি চলতে শুরু করে। থামাতে থামাতে ট্রেনটি ৮০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে।

ফিরোজপুর বিভাগী রেলওয়ে ম্যানেজার সঞ্জয় শাহু বলেন, সকালে ওই ঘটনা ঘটার সময় ট্রেন লাইনে সব ট্রেন বন্ধ করে দেয়া হয়েছিল। কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ছয়জনকে বরখাস্ত করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ বিভাগের আরো খবর