বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অর্ধশতাব্দী পর চাঁদে যুক্তরাষ্ট্রের মহাকাশযান

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ ১০:২০

নাসার জ্যেষ্ঠ কর্মকর্তা জোয়েল কার্নস জানান, বর্তমান মিশনটি চাঁদের দক্ষিণ মেরুর পরিবেশগত অবস্থা পর্যবেক্ষণ করবে, যেখানে তারা মহাকাশচারী পাঠাতে যাচ্ছেন।

প্রায় ৫০ বছর পর আবারও চাঁদে অবতরণ করল যুক্তরাষ্ট্রের মহাকাশযান।

চাঁদের দক্ষিণ মেরুর কাছে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে মহাকাশযানটি সফলভাবে অবতরণ করে বলে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়।

তবে যানটির অবতরণের পরবর্তী অবস্থা সম্পর্কে তাৎক্ষণিক কোনো তথ্য দেয়নি যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। টেক্সাসভিত্তিক প্রতিষ্ঠান ‘ইনটুইটিভ মেশিন’ ব্যক্তিমালিকানাধীন পর্যায়ে মহাকাশযানটি তৈরি করেছে এবং চন্দ্রাভিযানে অর্থায়ন করেছে নাসা।

কোম্পানির প্রতিষ্ঠাতা স্টিভ আলটেমাস বৃহস্পতিবার বিকেল ৫টা ২৩ মিনিটে (স্থানীয় সময়) ষড়ভুজ আকৃতির ‘অডিসিয়াস’ চন্দ্রযানটির সফল অবতরণের কথা জানিয়ে বলেন, ‘চাঁদে স্বাগতম’।

‘অডিসিয়াস’ চন্দ্রযান। ছবি: এপি

নাসার জ্যেষ্ঠ কর্মকর্তা জোয়েল কার্নস জানান, বর্তমান মিশনটি চাঁদের দক্ষিণ মেরুর পরিবেশগত অবস্থা পর্যবেক্ষণ করবে, যেখানে তারা মহাকাশচারী পাঠাতে যাচ্ছেন।

তিনি বলেন, ‘সেখানে কী ধরনের ধুলো বা ময়লা আছে, পরিবেশ কতটা গরম বা ঠান্ডা হয়, বিকিরণ পরিবেশ কী? এসব মূলত মানব অভিযাত্রী পাঠানোর আগে জানতে হয়।’

১৯৭২ সালের ডিসেম্বরে নাসা সর্বশেষ চাঁদে অ্যাপোলো ১৭ মিশন পাঠায়। অ্যাপোলো মহাকাশ অভিযান কর্মসূচি নাসা পরিচালিত একাধিক মহাকাশ অভিযানবিশিষ্ট একটি কর্মসূচির নাম।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির পরিকল্পনায় ১৯৬১ সালের ২৫ মে থেকে এ অভিযান কর্মসূচির শুরু হয়। এ প্রকল্পের পাঁচটি মহাকাশযান চাঁদে সফলভাবে অবতরণ করে। এই কর্মসূচি থেকেই চাঁদে ১২ জন মানুষের পা পড়েছে।

অ্যাপোলো ১৭ মহাকাশযানটি চাঁদে অবতরণ করা সর্বশেষ মনুষ্যবাহী মহাকাশযান।

এ বিভাগের আরো খবর