বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কিমকে গাড়ি উপহার দিলেন পুতিন

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৪ ১১:৩২

যেহেতু উত্তর কোরিয়ায় জাতিসংঘের রপ্তানি নিষেধাজ্ঞা রয়েছে, তাই এ উপহারটি উত্তর কোরিয়ায় অটোমোবাইলসহ বিলাসবহুল পণ্য সরবরাহ নিষিদ্ধ করার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলোর লঙ্ঘন হতে পারে।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে রাশিয়ার তৈরি একটি বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইয়োনহাপ নিউজ এজেন্সি রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে সোমবার এ কথা জানিয়েছে।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) উদ্ধৃতি দিয়ে ইয়োনহাপ জানায়, উপহারটি দুই নেতার মধ্যকার বিশেষ ব্যক্তিগত সম্পর্ককে আরও দৃঢ় করবে।

কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সেক্রেটারি ও উত্তর কোরিয়ার নেতার বোন কিম ইয়ো-জংকে গাড়িটি দেয়ার কথা জানিয়েছে রাশিয়া। কিম জং উনকে দেয়া পুতিনের এ উপহারের জন্য রাশিয়াকে ধন্যবাদ জানিয়েছেন কিমের বোন কিম ইয়ো-জং।

গত বছরের সেপ্টেম্বরে শীর্ষ সম্মেলনের জন্য কিমের রাশিয়া সফরের সময় পুতিন তার অরাস সেনেট লিমোজিন দেখিয়েছিলেন কিম জংকে। পুতিন তাকে রাশিয়ার তৈরি বিলাসবহুল গাড়িতে বসার সুযোগ দেন।

তবে কিমকে পুতিনের দেয়া উপহারটি লিমোজিন কি না তা জানা যায়নি।

যেহেতু উত্তর কোরিয়ায় জাতিসংঘের রপ্তানি নিষেধাজ্ঞা রয়েছে, তাই এ উপহারটি উত্তর কোরিয়ায় অটোমোবাইলসহ বিলাসবহুল পণ্য সরবরাহ নিষিদ্ধ করার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলোর লঙ্ঘন হতে পারে।

এ বিভাগের আরো খবর