ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণে রাফাহ এলাকায় রোববার গভীর রাতে ইসরায়েলি বিমান হামলায় ৩৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা।
অঞ্চলটিতে বিশেষ অভিযান চালিয়ে বন্দি দুই নাগরিককে মুক্ত করার দাবি করেছে ইসরায়েল।
ইসরায়েলের সেনাবাহিনীর বরাতে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ), দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত ও স্পেশাল পুলিশ ইউনিট রাফাহতে অভিযান চালিয়ে ৬০ বছর বয়সী ফার্নান্দো সিমন মারম্যান ও ৭০ বছরের লুইস হারেকে উদ্ধার করে।
দেশটির সেনাবাহিনী আরও জানায়, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে হামাসের হামলার সময় নির আইজ্যাক কিব্বুৎজ (বসতি) থেকে দুজনকে অপহরণ করা হয়েছিল। স্থিতিশীল অবস্থায় থাকা এ দুই নাগরিককে তেল হাশোমের মেডিক্যাল কমপ্লেক্সে নেয়া হয়েছে।
‘এটি ছিল খুবই জটিল অভিযান। এ অভিযানের জন্য আমরা দীর্ঘসময় ধরে কাজ করেছি। আমরা সঠিক পরিস্থিতির অপেক্ষায় ছিলাম’, বলেন ইসরায়েল সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল রিচার্ড হেচট।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনী সোমবার জানিয়েছে, দক্ষিণ গাজায় সিরিজ হামলা চালানো হয়েছে, যা সমাপ্ত হয়েছে, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি বাহিনীটি।