পাকিস্তানের জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শেষে এখনও পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করা হয়নি। এর মধ্যেই দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে মোট ১২টি মামলায় জামিন দিয়েছে দেশটির সন্ত্রাসবাদ বিরোধী আদালত (এটিসি)।
সেই সঙ্গে পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশিকেও ১৩ মামলায় জামিন দেয়া হয়েছে।
এটিসির বিচারক মালিক এজাজ আসিফ গত বছরের ৯ মে দাঙ্গার সঙ্গে সম্পর্কিত মামলার শুনানি শেষে শনিবার এ রায় দেন বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
আদালত বলছে, ইমরান খানকে গ্রেপ্তারে রাখার কোনো যৌক্তিকতা নেই এবং ৯ মে মামলার সব আসামি জামিনে রয়েছেন।
ইমরান যেসব মামলায় জামিন পেয়েছেন সেগুলো ৯ মে দাঙ্গায় উসকানি সংক্রান্ত। আর যে ১৩ মামলায় শাহ মেহমুদ কুরেশি জামিন পেয়েছেন সেগুলোর সবই দাঙ্গায় উসকানি সংক্রান্ত।
জঙ্গি হামলার বাড়বাড়ন্ত, অর্থনৈতিক সংকট ও ব্যাপক রাজনৈতিক মেরুকরণের মধ্যে বৃহস্পতিবার ভোটে যায় পাকিস্তান। এ নির্বাচনের দুই দিন পরও সব আসনের ফল প্রকাশ করতে পারেনি পাকিস্তান নির্বাচন কমিশন (ইসিপি)।