রাশিয়া তার স্বার্থে লড়ে যাবে মন্তব্য করে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যুদ্ধকে পোল্যান্ড কিংবা লাটভিয়া পর্যন্ত টেনে নেয়ার কোনো ইচ্ছা নেই তার।
যুক্তরাষ্ট্রের রক্ষণশীল সাংবাদিক টাকার কার্লসনকে দেয়া সাক্ষাৎকারে পুতিন এ কথা বলেন, যেটি প্রকাশ হয় বৃহস্পতিবার।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলা শুরুর পর প্রথম কোনো আমেরিকান সাংবাদিককে সাক্ষাৎকার দেন পুতিন। এতে রুশ প্রেসিডেন্ট বলেন, পশ্চিমা নেতারা বুঝতে পেরেছেন যে, রাশিয়ার কৌশলগত পরাজয় অসম্ভব। পরবর্তী করণীয় নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন তারা।
টাকার কার্লসনের সঙ্গে মঙ্গলবার দুই ঘণ্টা ধরে প্রশ্নোত্তরে অংশ নেন পুতিন, যা দুই দিন পর প্রকাশ হয় টাকারকার্লসন ডটকমে।
রুশ প্রেসিডেন্ট বলেন, রাশিয়ায় বন্দি যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গেরশকোভিচের মুক্তির জন্য একটি চুক্তিতে পৌঁছা সম্ভব বলে মনে করেন তিনি। রাশিয়ায় প্রায় এক বছর ধরে বন্দি গেরশকোভিচ, যিনি গুপ্তচরবৃত্তির অভিযোগের বিচার শুরুর প্রতীক্ষায় আছেন।
সামরিক জোট ন্যাটোভুক্ত দেশ পোল্যান্ডে রুশ সেনা পাঠানোর কোনো পরিকল্পনা আছে কি না জানতে চাইলে পুতিন বলেন, পোল্যান্ড যদি রাশিয়ায় হামলা চালায়, তাহলে দেশটিতে সেনা পাঠানো হবে। এ ছাড়া পোল্যান্ড, লাটভিয়া কিংবা অন্য কোথাও হামলার পরিকল্পনা নেই রাশিয়ার।