ইয়েমেনে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের ক্ষেপণাস্ত্রের ওপর যুক্তরাষ্ট্র রোববার ফের হামলা চালিয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড তথা সেন্টকম।
বিবিসি সোমবার এক প্রতিবেদনে জানায়, ভূমিতে হামলার জন্য ব্যবহৃত হুতিদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও চারটি জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্রে যুক্তরাষ্ট্রের বাহিনী আঘাত করেছে বলে সেন্টকম জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও জানানো হয়, ওই ক্ষেপণাস্ত্রগুলো লোহিত সাগরে বিভিন্ন জাহাজে হামলার জন্য প্রস্তুত করা হয়েছিল।
হুতিদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ হামলার এক দিন পর ফের গোষ্ঠীটিকে লক্ষ্য করে হামলা চালাল আমেরিকা।
লোহিত সাগরে পণ্যবাহী জাহাজের ওপর বিভিন্ন সময়ে হুতিদের চালানো হামলার জবাবে যুক্তরাষ্ট্র ও মিত্র যুক্তরাজ্য গোষ্ঠীটির ওপর পাল্টা হামলা চালাচ্ছে।
হুতিদের হামলায় জাহাজে পণ্য পরিবহনকারী বড় প্রতিষ্ঠানগুলো লোহিত সাগর এড়িয়ে চলছে, যার প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাণিজ্যে।
মিসর জানিয়েছে, সুয়েজ খাল থেকে তাদের আয় জানুয়ারিতে প্রায় অর্ধেক কমেছে। গুরুত্বপূর্ণ এ জলপথ দিয়ে চলাচলকারী জাহাজের সংখ্যা গত মাসে এক-তৃতীয়াংশের বেশি কমে গেছে।