জর্ডানে ড্রোন হামলায় আমেরিকান সেনা নিহত হওয়ার জেরে ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্রের হামলার পরের দিন শনিবার ইয়েমেনে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের ওপর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ৩৬টি লক্ষ্যবস্তুতে হুতিদের ওপর হামলা চালানো হয়।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর পেন্টাগন জানায়, হুতিদের ভূগর্ভস্থ অস্ত্রাগার, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, লঞ্চার ও অন্যান্য সামর্থ্যের ওপর হামলা চালানো হয়, যেগুলো লোহিত সাগরে হামলায় ব্যবহার করে গোষ্ঠীটি।
পেন্টাগন আরও জানায়, ইয়েমেনের ১৩টি স্থানে এসব হামলা করা হয়।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে হামাসের হামলার পরিপ্রেক্ষিতে গাজায় শুরু হওয়া যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার সর্বশেষ লক্ষণ হলো হুতিদের ওপর হামলা।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, ‘সম্মিলিত এ কর্মকাণ্ড হুতিদের পরিষ্কার বার্তা দিচ্ছে যে, আন্তর্জাতিক পণ্যবাহী জাহাজ ও নৌযানের ওপর অবৈধ হামলা বন্ধ না করলে হুতিরা পরিণতি বরণ করতে থাকবে।’
জর্ডানের একটি সেনাচৌকিতে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় আমেরিকার তিন সেনা নিহত হওয়ার ঘটনায় শুক্রবার ইরাক ও সিরিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর এক দিন পর ইয়েমেনে হামলা করে দেশটি।
ইরাক ও সিরিয়ায় ৮৫টি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলায় প্রায় ৪০ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়।