বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ৩৯

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৪ ২৩:১৭

যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরাকে বেসামরিক নাগরিকসহ ১৬ জন নিহত ও কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। সিরিয়ায় নিহত হয়েছেন ২৩ জন। আহত হয়েছেন অনেকে।

ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ৩৯ নিহত হয়েছেন। এর মধ্যে ইরাকে বেসামরিক নাগরিকসহ ১৬ জন নিহত ও কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। সিরিয়ায় নিহত হয়েছেন ২৩ জন। এছাড়াও আহত হয়েছেন অনেকে।

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে লক্ষ্য করে বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের বরাত দিয়ে সিবিএস নিউজের প্রতিবেদনে জানানো হয়, বিমান হামলাকে রোববার জর্ডানে ড্রোন হামলায় আমেরিকান তিন সেনা নিহত হওয়ার জবাবে ‘বহু স্তরের’ প্রতিক্রিয়া হিসেবে আখ্যা দিয়েছে বাইডেন প্রশাসন।

ইরাক সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বিমান হামলায় সে দেশে অন্তত ১৬ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে অনেকে বেসামরিক নাগরিক।

বিবৃতিতে তারা বলেছে, ‘যুক্তরাষ্ট্রের প্রশাসন ইরাকের সার্বভৌমত্বের বিরুদ্ধে নতুন আগ্রাসন শুরু করেছে। আমাদের নিরাপত্তা বাহিনীর অবস্থান, আকাসাত ও আল কাইম অঞ্চল ও আশপাশের বিভিন্ন এলাকায় বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বিমান।

‘এই নির্লজ্জ আগ্রাসনে বেসামরিক নাগরিকসহ ১৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ২৫ জন। হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবন ও নাগরিকদের ব্যক্তিগত সম্পদের ক্ষতি হয়েছে।’

ইরাক সরকার আরও জানিয়েছে, এই হামলাগুলোর কারণে ইরাক ও এই অঞ্চলের নিরাপত্তা ঝুঁকির মধ্যে থাকবে এবং তারা এই অঞ্চলে প্রয়োজনীয় স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার সরাসরি বিরোধিতা করে।

ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার ঘটনায় বাগদাদে যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে।

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার একটি মুহূর্ত। ছবি: সংগৃহীত

এদিকে সিরিয়ান সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার দেশটির বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়েছে। এতে নাগরিকসহ ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। হামলায় ব্যাপক ক্ষতি হয়েছে।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে বলেছে, ‘যুক্তরাষ্ট্র নির্লজ্জভাবে সিরিয়ার পূর্বাঞ্চলে ও সিরিয়া-ইরাক সীমান্তের কাছে বেশ কয়েকটি স্থানে বিমান হামলা শুরু করেছে। এর ফলে বেসামরিক নাগরিকসহ মোট ২৩ জন নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন। সরকারি ও ব্যক্তিমালিকানাধীন সম্পদেরও উল্লেখযোগ্য পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।’

সিএনএন এমন তথ্য জানালেও সংবাদ মাধ্যমটি বিমান হামলায় হতাহতদের সংখ্যা যাচাই করতে পারেনি।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এক প্রতিবেদনে জানিয়েছে, দেইর এজজর, আল-বুকামাল ও আল মায়াদিন এলাকা এবং সিরিয়া-ইরাক সীমান্তের আশপাশের এলাকায় ওই বিমান হামলা হয়েছে।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, জর্ডানে তাদের একটি সেনাঘাঁটিতে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাবে তারা ইরাক ও সিরিয়ার ৭টি স্থানে ৮৫টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে।

জর্ডানে যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটিতে ওই হামলায় তিন সেনা সদস্য নিহত ও ৪০ জনেরও বেশি আহত হন।

নিহত সেনা সদস্যদের মরদেহ প্রত্যাবর্তন অনুষ্ঠানে প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন। ছবি: সংগৃহীত

সামরিক হামলা চলবে: বাইডেন

প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার ইরাক ও সিরিয়ায় বিমান হামলা সম্পর্কিত একটি বিবৃতি দেন। তাতে তিনি জানান, সিরিয়া ও ইরাকে যুক্তরাষ্ট্র তার পছন্দের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রাখবে।

বাইডেন বলেন, ‘জর্ডানে ইরানের ইসলামি রেভলুশনারি গার্ডস কর্পস (আইআরজিইসি) সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর একটি ড্রোন হামলায় রোববার যুক্তরাষ্ট্রের তিন সেনা সদস্য নিহত হন। আজ (শুক্রবার) দিনের শুরুতে আমি ডোভার এয়ারফোর্স বেসে এই সাহসী ‌আমেরিকানদের মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম।’

তিনি আরও বলেন, ‘আমি তাদের প্রত্যেকের পরিবারের সঙ্গে কথা বলেছি। আজ (শুক্রবার) বিকেলে আমার নির্দেশে ইরাক ও সিরিয়ায় আইআরজিসি সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো আমেরিকান বাহিনীর ওপর হামলা করার জন্য ব্যবহার করে এমন স্থাপনা ও লক্ষ্যবস্তুগুলোতে আমেরিকার সামরিক বাহিনী হামলা চালিয়েছে। আমাদের জবাব দেয়া শুরু হয়ে গেছে। এটা আমাদের পছন্দের স্থানে ও সময়ে চলতে থাকবে।’

বাইডেন যোগ করেন, ‘মধ্যপ্রাচ্য বা বিশ্বের অন্য কোথাও আমেরিকা সংঘাত চায় না। কিন্তু যারা আমাদের ক্ষতি করার চেষ্টা করতে পারে তাদেরকে এটি জানাতে দিন- আপনি যদি একজন আমেরিকানের ক্ষতি করেন তবে আমরা তার জবাব দেব।’

এ বিভাগের আরো খবর