ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রায় চার মাস ধরে ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৯০০ জনে।
হামলায় আহত হয়েছে ৬৫ হাজার ৯৪৯ ফিলিস্তিনি।
এমন বাস্তবতায় ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটির (পিআরসিএস) বরাত দিয়ে আল জাজিরা বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানায়, গাজার খান ইউনিসের আল-আমাল হাসপাতালে প্রচণ্ড গুলি চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।
এ নিয়ে ইউএনআরডব্লিউএর গাজাবিষয়ক পরিচালক টমাস হোয়াইট বলেন, ‘আমরা একটি স্বাস্থ্য ক্লিনিক, গুরুত্বপূর্ণ কিছু আশ্রয়কেন্দ্র হারিয়েছি, যেগুলো খান ইউনিসের লোকজনকে সহায়তা দিচ্ছিল।’
এদিকে জাতিসংঘে ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর সংস্থাটির নিরাপত্তা পরিষদকে বলেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের অন্তর্বর্তীকালীন ব্যবস্থা বাস্তবায়ন করতে হলে গাজায় অবশ্যই যুদ্ধবিরতি দিতে হবে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেন, যুদ্ধে সাময়িক বিরতি বাড়ানোর জন্য চলমান আলোচনা ইতিবাচক।
ইসরায়েলে ঢুকে গত বছরের ৭ অক্টোবর হামলা চালায় গাজার শাসক দল হামাস। এর জবাবে গাজায় ওই দিন থেকে বোমা শুরু করে ইসরায়েল, যার সঙ্গে পরবর্তী সময়ে যোগ হয় স্থল হামলাও।
হামাসের হামলায় নিহত ইসরায়েলির সংখ্যা ১ হাজার ১৩৯।