জর্ডানে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় অন্তত তিনজন যুক্তরাষ্ট্রের সেনা নিহত এবং ২৫ জন আহত হয়েছেন।
দেশটির উত্তরপূর্বাঞ্চলে সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় ওই ঘাঁটিতে এ হামলা হয় বলে রোববার যুক্তরাষ্ট্রের বরাতে জানিয়েছে বিবিসি।
বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডও (সিইএনটিসিওএম)।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এখনও তথ্য সংগ্রহ করা হচ্ছে, সিরিয়া ও ইরাকে ইরান-সমর্থিত সামরিক গোষ্ঠীগুলো এই হামলা চালিয়েছে।
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের গাজা উপত্যকার শাসক দল হামাস। এরপর থেকে শুরু হয়েছে গাজায় ইসরায়েলি হামলা। এতে ২৬ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।
ইসরায়েল-হামাস যুদ্ধের মধ্যে এই প্রথম যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলায় সেনাদের মৃত্যুর ঘটনা ঘটল।