বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গ্যালারিতে বর্ণবাদী স্লোগান, দল নিয়ে মাঠ ছাড়লেন এসি মিলানের গোলরক্ষক

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২১ জানুয়ারি, ২০২৪ ১০:৪৮

স্কাই স্পোর্টসের তথ্য অনুযায়ী, ম্যাগনান গোল করার জন্য বলে লাথি মারার সময় দর্শক গ্যালারি থেকে ‘বানরের আওয়াজ’ বলে স্লোগান দেয়া হয়।

ফুটবল ম্যাচ চলাকালে এসি মিলানের ফরাসি গোলরক্ষক মাইক ম্যাগনানকে উদ্দেশ্য করে বর্ণবাদী স্লোগান দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দলকে নিয়ে মাঠ ত্যাগ করেন ম্যাগনান।

সিএনএনের রোববারের প্রতিবেদনে বলা হয়, শনিবার ইতালির উডিনে ব্লুনার্জি স্টেডিয়ামে উদিনিসের বিপক্ষে ফুটবল ম্যাচের ৩৩ মিনিট সময়ে এ ঘটনা ঘটে।

স্কাই স্পোর্টসের তথ্য অনুযায়ী, ম্যাগনান গোল করার জন্য বলে লাথি মারার সময় দর্শক গ্যালারি থেকে ‘বানরের আওয়াজ’ বলে স্লোগান দেয়া হয়।

ম্যাগনান রেফারি ফ্যাবিও মারেস্কাকে বিষয়টি জানান। তখন রেফারি খেলাটি থামিয়ে দেন। এর পরই ম্যাগনান খেলোয়াড়দের নিয়ে মাঠ থেকে চলে যান।

এ বিষয় ম্যাগনান বলেন, ‘আজ যা ঘটেছে, ফুটবলে তার কোনো স্থান নেই।’

ম্যাচটি ১০ মিনিটেরও কম সময় পরে আবার শুরু হয়। শেষ ১০ মিনিটে উদিনিসকে ৩-২ গোলে হারায় মিলান।

ম্যাচের পর এসি মিলান এক্সের (পূর্বের টুইটার) একটি পোস্টে ম্যাগনানকে সমর্থন করে লেখে, ‘আমাদের খেলায় বর্ণবাদের জন্য একেবারেই কোনো স্থান নেই, আমরা আতঙ্কিত। আমরা তোমার সঙ্গে আছি মাইক।’

মাইক পিটারসন ম্যাগনান একজন ফরাসি ফুটবলার যিনি সেরি এ ক্লাব এসি মিলান ও ফ্রান্স জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।

এ বিভাগের আরো খবর