বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইরানের হামলার জবাবে কূটনীতিক বহিষ্কার করল পাকিস্তান

হামলার পরপরই এর ‘কঠোর জবাব’ দেয়ার হুঁশিয়ারি দেয় পাকিস্তান। পরে ইরান থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয়ার পাশাপাশি পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে দুই দেশের মধ্যে অনুষ্ঠিতব্য সকল উচ্চ পর্যায়ের সফর স্থগিত করা হয়েছে বলে বুধবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিবৃতিতে জানানো হয়েছে।

আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তানে বিমান হামলার পর ইরানের সঙ্গে দেশটির উত্তেজনা বেড়ে চলেছে। হামলার পরপরই এর ‘কঠোর জবাব’ দেয়ার হুঁশিয়ারি দেয় পাকিস্তান। পরে ইরান থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয়ার পাশাপাশি পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়েছে।

একইসঙ্গে দুই দেশের মধ্যে অনুষ্ঠিতব্য সকল উচ্চ পর্যায়ের সফর স্থগিত করা হয়েছে বলে বুধবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিবৃতিতে জানানো হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার রাতে দুই দেশের সীমান্তবর্তী বেলুচিস্তানের দক্ষিণ-পশ্চিম প্রদেশের একটি গ্রামে বিমান হামলা চালায় ইরান। হামলায় দুই শিশু নিহত ও তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তান।

জঙ্গিগোষ্ঠী জয়েশ আল-আদলের সঙ্গে সম্পৃক্ত দুটি ঘাঁটিকে লক্ষ্যবস্তু করে এ হামলা চালানো হয়েছে বলে দাবি ইরানের। তবে ঘটনাটিকে ‘সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য’ অভিহিত করে পাকিস্তান।

‘আকাশসীমা লঙ্ঘনের’ তীব্র নিন্দা জানিয়ে মঙ্গলবারই এক বিবৃতি দেয় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, পাকিস্তান ও ইরানের মধ্যে যোগাযোগের বেশ কয়েকটি চ্যানেল থাকা সত্ত্বেও এই হামলা হয়েছে।

এর পরবর্তী পদক্ষেপ হিসেবে নিজেদের কূটনীতিক প্রত্যাহার ও ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল ইসলামাবাদ। বুধবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ এই তথ্য জানান।

তিনি বলেছেন, ‘মঙ্গলবার রাতে ইরানের করা হামলা শুধু পাকিস্তানের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘনই নয়, এটি আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদের উদ্দেশ্য ও নীতিরও লঙ্ঘন। এ ধরনের বেআইনি কাজ একেবারেই অগ্রহণযোগ্য এবং এর কোনো যৌক্তিকতা নেই।’

তিনি আরও বলেন, ‘পাকিস্তান এই অবৈধ কাজের প্রতিক্রিয়া জানানোর অধিকার সংরক্ষণ করে। এর যে কোনো পরিণতির দায়ভার ইরানের ওপরই বর্তাবে। ইতোমধ্যে এই বার্তা তেহরানে পৌঁছে দিয়েছে ইসলামাবাদ।’

এদিকে এ ঘটনার পর প্রতিবেশী দুই দেশকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে চীন। বুধবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ের সময় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মূখপাত্র মও নিং বলেছেন, ‘উভয় পক্ষকে আমরা সংযমের অনুশীলন এবং উত্তেজনা বৃদ্ধির দিকে পরিচালিত করে এমন পদক্ষেপ এড়িয়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে একসাথে কাজ করার আহ্বান জানাই।’

উল্লেখ্য, ইরান ও পাকিস্তান উভয়ই বেইজিংয়ের ঘনিষ্ঠ অংশীদার এবং সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য। সাংহাই সহযোগিতা সংস্থা হচ্ছে চীন, ভারত ও রাশিয়াসহ ইউরেশিয়ার বেশিরভাগ দেশের রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক জোট।

এ বিভাগের আরো খবর