ভারতের রাজধানী দিল্লিতে মৌসুমের সবচেয়ে শীতলতম রাত রেকর্ড করা হয়েছে।
এনডিটিভির শনিবারের প্রতিবেদনে বলা হয়, দিল্লির শেষ গ্রাম আয়া নগরে সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামার পর ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) দিল্লি এবং আশপাশের অঞ্চলে রেড অ্যালার্ট জারি করেছে। ঠান্ডা ও ঘন কুয়াশার কারণে এ সতর্কতা জারি করা হয়।
আইএমডি জানিয়েছে, রাজধানীতে শুক্রবার রাতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
সংবাদ সংস্থা এএনআইয়ের মতে, দিল্লি ও দেশের অন্য অংশে আবহাওয়া সংক্রান্ত পরিস্থিতির কারণে ১৮টি দিল্লিগামী ট্রেন এক থেকে ছয় ঘণ্টা বিলম্বিত হয়। এ সময় কুয়াশার কারণে দিল্লি বিমানবন্দরে বেশ কয়েকটি ফ্লাইট অপারেশন বিলম্বিত হয়।