বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ব্রাজিলের ডোরাডোস শহরে ডেঙ্গুর গণটিকা শুরু

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৪ জানুয়ারি, ২০২৪ ১১:২১

ডেঙ্গু প্রতিরোধে জাপানের তাকেদা ফার্মাসিউটিক্যালসের তৈরি টিকা ‘কিউডেঙ্গা’ দেয়া হচ্ছে ব্রাজিলের শহরটিতে। এর আগে গত বছরের অক্টোবরে এই টিকার অনুমোদন দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ব্রাজিলের একটি শহরে প্রথমবারের মতো ডেঙ্গুর গণটিকা কার্যক্রম শুরু হয়েছে।

দেশটির মাতো গ্রোসো ডো সুল রাজ্যে ডোরাডোস শহরে স্থানীয় সময় বুধবার এই কার্যক্রম শুরু হয় বলে কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে রয়টার্স।

ডেঙ্গু প্রতিরোধে জাপানের তাকেদা ফার্মাসিউটিক্যালসের তৈরি টিকা ‘কিউডেঙ্গা’ দেয়া হচ্ছে ব্রাজিলের শহরটিতে। এর আগে গত বছরের অক্টোবরে এই টিকার অনুমোদন দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ডোরাডোস শহর কর্তৃপক্ষ জানিয়েছে, গণটিকা কার্যক্রম উদ্যোগের লক্ষ্য হলো ৪ থেকে ৫৯ বছর বয়সী শহরের প্রায় দেড় লাখ বাসিন্দাকে টিকা দেয়া হবে।

প্রাথমিকভাবে শহরে টিকার ৯০ হাজার ডোজ বিতরণ শুরু হয়েছে। টিকার দ্বিতৗয় ডোজ দেয়া হবে তিন মাসের মধ্যে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ব্রাজিলে ২০২৩ সালে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় ১৬ লাখ। যা গত বছরের একই সময়ের তুলনায় ১৫.৮ শতাংশ বেশি। এই সময়ের মধ্যে সংক্রমণের কারণে মৃতের সংখ্যা ৫.৪ শতাংশ বেড়ে ১০৫৩ জনে দাঁড়িয়েছে।

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে নানা লক্ষণ দেখা যায়। এর দুর্বলতা, তন্দ্রা, খাবারে অরুচি, বমি এবং ডায়রিয়া রয়েছে।

এ বিভাগের আরো খবর