লেবাননের দক্ষিণ বৈরুতে ইসরায়েলি ড্রোন হামলায় হামাসের রাজনৈতিক শাখার উপপ্রধান সালেহ আল-আরোরি নিহত হয়েছেন বলে দাবি করেছে হামাস।
ইসরায়েলি মুখপাত্র জানিয়েছেন, হামাস নেতৃত্বের বিরুদ্ধে সামরিক অভিযানে সালেহ আল-আরোরি নিহত হয়েছেন।
লেবাননের গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসির বুধবারের প্রতিবেদনে বলা হয়, হামাসের একজন রাজনৈতিক উপপ্রধান আরোরি দক্ষিণ বৈরুতে একটি ড্রোন হামলায় নিহত হয়েছেন। এ ছাড়াও এ হামলায় হামাসের দুজন সামরিক কমান্ডার ও চারজন সদস্যসহ ছয়জন নিহত হয়েছেন।
হামাস নেতার মৃত্যুর নিন্দা জানিয়ে হিজবুল্লাহ জানিয়েছে, এটি লেবাননের সার্বভৌমত্বের ওপর হামলা।
সালেহ আল-আরোরিকে হামাসের সশস্ত্র শাখা ইজ আদ-দিন আল-কাসাম ব্রিগেডের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বিবেচনা করা হয়। তিনি হামাসের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং নেতা ইসমাইল হানিয়াহের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। তাকে হামাসের রাজনৈতিক ব্যুরোর ডেপুটি চেয়ারম্যান এবং পশ্চিম তীরের হামাসের সামরিক কমান্ডারও বলা হয়। তিনি লেবাননে অবস্থান করছিলেন।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ২২ হাজারে পৌঁছেছে।
হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে মঙ্গলবার আল জাজিরা জানায়, গাজা উপত্যকায় এ পর্যন্ত ২১ হাজার ৯৭৮ জন নিহত এবং ৫৭ হাজার ৬৯৭ জন আহত হয়েছে। যাদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।
ওয়াফা নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, সর্বশেষ মধ্য গাজার দেইর আল-বালাহ শহরের একটি বাড়িতে ইসরায়েলি হামলায় ১৫ জন নিহত হয়।
গত ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে হামাস আকস্মিক হামলা চালায়। ওই হামলার প্রতিক্রিয়ায় গাজায় টানা হামলা চালাচ্ছে ইসরায়েল। হামলা শুরুর পর ৯ অক্টোবর গাজায় সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে দেশটি।
টানা হামলার শিকার গাজায় খাবার, পানি, ওষুধ ও জ্বালানির সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় কদিন আগে মিশরের রাফা ক্রসিং দিয়ে কয়েকটি ত্রাণবাহী ট্রাক ঢুকেছে ওই উপত্যকায়।