এএফপি বলছে, পাঁচটি মরদেহ পাওয়া যাওয়ার পর তদন্ত শুরু করেছে পুলিশ। তবে তাদের পরিচয় বিস্তারিত জানা যায়নি।
ফ্রান্সে একটি বাসা থেকে এক চার সন্তানসহ এক নারীর মরদেহ উদ্ধার হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার কর্তৃপক্ষের বরাতে বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে।
রাজধানী প্যারিস থেকে ৪১ কিলোমিটার দূরে উত্তর-পূর্ব এলাকায় মিয়াক্স শহরের একটি ফ্ল্যাটে ওই মরদেহ পাওয়া গেছে।
এএফপি বলছে, পাঁচটি মরদেহ পাওয়া যাওয়ার পর তদন্ত শুরু করেছে পুলিশ। তবে তাদের পরিচয় বিস্তারিত জানা যায়নি।