সরকারি গোপন তারবার্তা ফাঁস মামলায় (সাইফার মামলা) পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খানকে জামিনে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।
পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধান বিচারপতি সরদার তারিক মাসুদের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ শুক্রবার এই আদেশ দেয়।
ইমরান খানের সঙ্গে এ মামলার আসামি পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকেও জামিন দিয়েছে আদালত।
এর আগে গত অক্টোবরের শেষ সপ্তাহে সাইফার মামলায় ইমরান ও কুরেশিকে অভিযুক্ত করা হয়। আর মামলাটি করা হয় গত আগস্টে।
সাইফার মামলায় জামিন পেলেও ইমরানের কারাগার থেকে বের হওয়ার পথ এখনও নিশ্চিত হয়নি। অন্য কয়েকটি মামলায় ইমরানের বিরুদ্ধে বেশ কয়েকটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়ে আছে।
ইমরান খান তাকে ক্ষমতা থেকে উৎখাতের প্রমাণ হিসেবে একটি তারবার্তা ফাঁস করতে চেয়েছিলেন বলে সাইফার মামলায় অভিযোগ আনা হয়।
কেন্দ্রীয় তদন্ত সংস্থার ভাষ্য, ওই তারবার্তার মাধ্যমে ইমরান প্রমাণ করতে চেয়েছিলেন, পাকিস্তানের ক্ষমতাধর সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের সঙ্গে ষড়যন্ত্র করে তাকে ক্ষমতা থেকে সরিয়েছে।
তবে ইমরান খানের পক্ষে এ দাবি নাকচ করে দেয়া হয়েছে।