বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইসরায়েলি হামলায় নিহত আল জাজিরার সাংবাদিক

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৬ ডিসেম্বর, ২০২৩ ০৯:১৫

বোমা হামলায় আহত হওয়ার পর দাক্কা নিরাপত্তা বা চিকিৎসা নিতে পারেনননি। তিনি যে এলাকায় আহত হন সে এলাকায় অ্যাম্বুলেন্স প্রবেশে অনুমতি ছিল না।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় সংবাদ সংগ্রহের সময় ইরসায়েলের বোমা হামলায় আল জাজিরার এক সাংবাদিক নিহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় এ ঘটনা ঘটে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আল জাজিরা আরবির ক্যামেরাম্যান সামের আবু দাক্কা বাস্তুচ্যুতদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত একটি স্কুলে বোমা হামলার বিষয়ে রিপোর্ট করার সময় নিহত হয়েছেন।

বোমা হামলায় আহত হওয়ার পর দাক্কা নিরাপত্তা বা চিকিৎসা নিতে পারেনননি। তিনি যে এলাকায় আহত হন সে এলাকায় অ্যাম্বুলেন্স প্রবেশে অনুমতি ছিল না।

একই হামলায় আহত হয়েছেন গত অক্টোবরে ইসরায়েলি হামলায় স্ত্রী-সন্তান হারানো আল জাজিরা আরবির গাজা ব্যুরোর প্রধান ওয়ায়েল দাহদুহ।

আল জাজিরা এক বিবৃতিতে বলেছে, দাক্কার ওপর হামলার পর পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছিল। ইসরায়েলি বাহিনী অ্যাম্বুলেন্স এবং উদ্ধারকর্মীদের তার কাছে পৌঁছাতে বাধা দিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এ হামলার বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এ বিভাগের আরো খবর