ফিলিস্তিনের গাজায় ইসরায়েল টানা যেভাবে হামলা চালিয়ে যাচ্ছে তা সহসাই থামছে না বলে ইঙ্গিত দিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের বিরুদ্ধে তারা নিরঙ্কুশ জয় না পাওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে স্থানীয় সময় বৃহস্পতিবার তিনি এ কথা বলেন বলে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে।
নেতানিয়াহুর পাশাপাশি তার একজন মন্ত্রীও যুদ্ধ হামলা আরও দীর্ঘদিন চালিয়ে যাওয়ার কথা বলেছেন। তার মতে, যুদ্ধ চলতে পারে আরও কয়েক মাস ধরে।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বৃহস্পতিবার তেল আবিব পৌঁছে ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় গাজা প্রসঙ্গে আলোচনা হয় তাদের।
নেতানিয়াহুর কার্যালয় থেকে তার বক্তব্য পাঠিয়ে একটি বিবৃতিতে বলা হয়েছে, আমি আমাদের আমেরিকান বন্ধুদের বলেছি, আমাদের বীর যোদ্ধাদের জীবন বৃথা যায়নি। তাদের পতনের গভীর বেদনা থেকে, আমরা হামাস নির্মূল না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যেতে আগের চেয়ে আরও বেশি দৃঢ়প্রতিজ্ঞ। যুদ্ধ চলভে নিরঙ্কুশ বিজয় না হওয়া পর্যন্ত।
আর ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, হামাসের সঙ্গে ইসরায়েলের লড়াইয়ের জন্য একটি সময়ের প্রয়োজন হবে। কয়েক মাসেরও বেশি সময় ধরে চলবে যুদ্ধ, তবে আমরা জিতব এবং আমরা তাদের ধ্বংস করব।
ইসরায়েলে ঢুকে হামাস গত ৭ অক্টোবর আকস্মিক হামলা চালায়। ওই হামলার প্রতিক্রিয়ায় গাজায় টানা হামলা চালাচ্ছে ইসরায়েল। হামলা শুরুর পর ৯ অক্টোবর গাজায় সর্বাত্মক অবরোধের ঘোষণা দেয় দেশটি।
এ অবস্থায় গাজায় জিম্মি ব্যক্তিদের মুক্তি ও ইরসায়েলের কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মুক্তির বিনিময়ে ও গাজায় মানবিক সহায়তায় পাঠানোর শর্তে গত ২৪ নভেম্বর প্রথম দফার যুদ্ধবিরতি শুরু হয়।
এরপর এই যুদ্ধবিরতি চলে সাত দিন। এই সাত দিনে হামাস ১১০ জনকে এবং ইসরায়েল মুক্তি দিয়েছে ২৪০ জনকে। তবে আন্তর্জাতিক নানা মহলের চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত এই যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়েনি। ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়ে গেছে।