মানবিক বিবেচনায় ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে।
স্থানীয় সময় মঙ্গলবার হওয়া ভোটাভুটিতে বাংলাদেশ ও ভারতসহ ১৫৩টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয় বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।
যুদ্ধবিরতির প্রস্তাবে বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি। ভোটদানে বিরত ছিল ২৩টি দেশ। যুদ্ধবিরতির আহ্বান জানাতে মৌরিতানিয়া ও মিসর এই প্রস্তাব তুলেছিল।
জাতিসংঘের সাধারণ পরিষদে পাস হওয়া এ প্রস্তাব মানা বাধ্যতামূলক না হলেও বিষয়টির মূলত রাজনৈতিক গুরুত্ব রয়েছে। যুদ্ধ নিয়ে কোন পক্ষের কী অবস্থান তা বোঝা যায় এই ভোটে।
এমন এক সময়ে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস হলো যখন উপত্যকাটিতে ইসরায়েলি হামলায় ১৮ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি।
ইসরায়েলে ঢুকে হামাস গত ৭ অক্টোবর আকস্মিক হামলা চালায়। ওই হামলার প্রতিক্রিয়ায় গাজায় টানা হামলা চালাচ্ছে ইসরায়েল। হামলা শুরুর পর ৯ অক্টোবর গাজায় সর্বাত্মক অবরোধের ঘোষণা দেয় দেশটি।
এ অবস্থায় গাজায় জিম্মি ব্যক্তিদের মুক্তি ও ইরসায়েলের কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মুক্তির বিনিময়ে ও গাজায় মানবিক সহায়তায় পাঠানোর শর্তে গত ২৪ নভেম্বর প্রথম দফার যুদ্ধবিরতি শুরু হয়।
এরপর এই যুদ্ধবিরতি চলে সাত দিন। এই সাত দিনে হামাস ১১০ জনকে এবং ইসরায়েল মুক্তি দিয়েছে ২৪০ জনকে। তবে আন্তর্জাতিক নানা মহলের চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত এই যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়েনি।