ইম্পালা প্লাটিনাম খনির মুখপাত্র জানান, লিফটটি উপরের দিকে কিছুটা ওঠার পর অপ্রত্যাশিতভাবে নিচের দিকে নামতে থাকে। এতে লিফটে আটকা পড়ে ১১ জন শ্রমিক মারা যান। আহত হন ৭৫ জন শ্রমিক। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দক্ষিণ আফ্রিকায় একটি প্লাটিনাম খনির লিফটে আটকা পড়ে ১১ জন খনি শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৭৫ জন।
লিফটটি বিকল হয়ে পড়ায় ৮৬ শ্রমিক সেখানে আটকা পড়েন।
মঙ্গলবার খনির অপারেটর এ তথ্য জানান।
ইম্পালা প্লাটিনাম খনির মুখপাত্র এএফপিকে জানান, লিফটটি উপরের দিকে কিছুটা ওঠার পর অপ্রত্যাশিতভাবে নিচের দিকে নামতে থাকে। এতে লিফটে আটকা পড়ে ১১ জন শ্রমিক মারা যান। আহত হন ৭৫ জন শ্রমিক। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।