যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘সিএমএ সিজিএম সায়মি নামের ওই জাহাজটিতে বোমাবাহী শহিদ-১৩৬ ড্রোন দিয়ে হামলা চালানো হয়। ড্রোনটি ওই জাহাজেই বিস্ফোরিত হয়।’
ভারত মহাসাগরে ড্রোন হামলার শিকার হয়েছে ইসরায়েলি একটি কার্গো জাহাজ। শুক্রবার জাহাজটি হামলার শিকার হয় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা।
টাইমস অব ইসরায়েল প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, কনটেইনারবাহী জাহাজটির মালিক এক ইসরায়েলি এক ধনকুবের।
নাম গোপন রাখার শর্তে প্রতিরক্ষা বিভাগের ওই কর্মকর্তা বলেন, ‘সিএমএ সিজিএম সায়মি নামের ওই জাহাজটিতে বোমাবাহী শহিদ-১৩৬ ড্রোন দিয়ে হামলা চালানো হয়। ড্রোনটি ওই জাহাজেই বিস্ফোরিত হয়।’
ড্রোন হামলায় জাহাজটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো ক্রু হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। ইসরায়েলি মালিকানাধীন জাহাজে এই ড্রোন হামলায় ইরান জড়িত বলে সন্দেহ করছে যুক্তরাষ্ট্র।