বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

২৪ জিম্মিকে মুক্তি দিল হামাস, স্বজনদের অপেক্ষায় ফিলিস্তিনিরা

যুদ্ধবিরতি শুরু হওয়ার পর শুক্রবার থাইল্যান্ডের ১০ নাগরিক, এক ফিলিপাইনের নাগরিক এবং ১৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এ ছাড়া বন্দি বিনিময় চুক্তির প্রথম পর্যায়ে ইসরায়েলের অন্তত ৩৯ ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তি দেয়ার কথা রয়েছে।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রায় সাত সপ্তাহ ধরে চলা যুদ্ধে চার দিনের বিরতি শুরু হয়েছে। একই সঙ্গে ইসরায়েলের সঙ্গে এই যুদ্ধবিরতির যে শর্ত ছিল তাও কার্যকর করতে শুরু করেছে উপত্যকাটির শাসক দল হামাস।

যুদ্ধবিরতি শুরু হওয়ার পর শুক্রবার থাইল্যান্ডের ১০ নাগরিক, এক ফিলিপাইনের নাগরিক এবং ১৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। কাতারের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক এক্স পোস্টে এ তথ্য জানান।

গাজায় কার্যক্রম চালানো রেড ক্রসের কাছে ওই জিম্মিদের হস্তান্তর করে করা হয়।। পরে মিশর সীমান্তের দিকে রওনা হয় জিম্মিদের বহনকারী অ্যাম্বুলেন্স।

মিশরের কর্মকর্তারা ইতোমধ্যে তাদের স্বাগত জানিয়েছে বলে বিবিসির খবরে বলা হয়েছে। সেখান থেকে ইসরায়েলি কর্মকর্তারা তাদের আরিশ বিমানবন্দরে নিয়ে যাবে। তারপর ইসরায়েলি সামরিক বিমানে করে তারা ইসরায়েলে ফিরবেন।

বন্দি বিনিময় চুক্তিতে প্রথম পর্যায়ে অন্তত ৩৯ ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তি দেয়ার কথা রয়েছে বলে জানিয়েছে আল-জাজিরা।

চুক্তি অনুযায়ী, দক্ষিণ-পূর্ব ইসরায়েলের হাইফার দুই কারাগার ড্যামন ও মেগিদ্দো থেকে তাদের মুক্ত করা হবে। পরে তাদের নেয়া হবে দখলকৃত পশ্চিম তীরের রামাল্লাহর দক্ষিণে ওফার কারাগারে। সেখান থেকে নিকটবর্তী ক্রসিং দিয়ে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পশ্চিম তীরে ইসরায়েলের ওফার কারাগারের বাইরে ফিলিস্তিনি বন্দিদের স্বজনদের জড়ো হতে দেখা গেছে। প্রিয়জনের মুক্তির জন্য অপেক্ষা করছেন তাদের পরিবার ও স্বজনরা।

ওফার কারাগারের বাইরে ইসরায়েলি সীমান্তে প্রিয়জনের মুক্তির জন্য অপেক্ষা করছেন ফিলিস্তিনিরা। ছবি: আল জাজিরা।

যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গাজায় বড় কোনো বোমা, বিমান কিংবা রকেট হামলার খবর পাওয়া যায়নি। বিরতির চলাকালে মিশরের থেকে রাফাহ সীমান্ত দিয়ে অন্তত ৬০টি ত্রাণবাহী ট্রাক গাজায় ঢুকেছে।

এর আগে ১২ থাই জিম্মিকে মুক্তি দেয়ার কথা জানান থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্ট দিয়ে তিনি জানান, ‘নিরাপত্তা বিভাগ ও পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে ১২ থাই জিম্মিকে ইতোমধ্যে ছেড়ে দেয়া হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যে দূতাবাসের কর্মকর্তারা তাদের বরণ করে নেবে।’

হামাসের ২৪০ জিম্মির মধ্যে অন্তত ২৩ জন থাই নাগরিক রয়েছে বলে ধারণা করা হচ্ছে। সেই সঙ্গে হামাসের ৭ অক্টোবরের হামলায় দেশটির আরও ৩২ নাগরিক নিহত হন।

থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুসারে, হামলার আগে অন্তত ৩০ হাজার থাই নাগরিক কৃষিকাজ করতে ইসরায়েলে অবস্থান করছিলেন। হামলার পর তাদের মধ্য থেকে ৮ হাজার ৬০০ জনেরও বেশি থাই নাগরিক দেশে ফিরে গিয়েছেন।

জীবিকার সন্ধানে ইসরায়েলে যাওয়া কর্মীদের মাসে ৫ হাজার ৩০০ শেকেল বা দুই হাজার ডলার তেন দিয়ে থাকে ইসরায়েল সরকার। এটি থাইল্যান্ডে তাদের আয়ের চেয়ে অন্তত ছয়-সাত গুণ বেশি।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসে বিমান হামলার পর থেকে এ পর্যন্ত ১৪০০ ইসরায়েলির নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অন্যদিকে গাজায় ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৪ হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এ বিভাগের আরো খবর