বিকাশমান অর্থনীতির জোট ব্রিকসে যোগ দিতে রাশিয়ার কাছে কূটনৈতিক সাহায্য চেয়েছে পাকিস্তান।
রাশিয়ান সংবাদমাধ্যম তাস-এর বরাতে বৃহস্পতিবার পাকিস্তানি জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মস্কো দূতাবাসের পাকিস্তানি রাষ্ট্রদূত মোহাম্মদ খালিদ জামিলির মাধ্যমে রাশিয়ান প্রেসিডেন্টে ভ্লাদিমির পুতিনের কাছে এ সংক্রান্ত আবেদন পাঠানো হয়েছে।
খালিদ জামিলি তাদের জানিয়েছেন, আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস সম্মেলনে রাশিয়ার সাহায্য নিয়ে সংগঠনটির সদস্য হতে তারা কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
তবে পাকিস্তান পররাষ্ট্র দপ্তর এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি।
ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত ‘ব্রিকস’ পশ্চিমা আধিপত্যের বিরুদ্বে একটি ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক সংগঠন হিসেবে গড়ে ওঠে।
প্রতিষ্ঠাতা পাঁচ দেশের সঙ্গে চলতি বছরের আগস্টের সম্মেলনে আর্জেন্টিনা, মিশর, ইথিওপিয়া, ইরান, আরব আমিরাত ও সৌদি আরবকে নতুন করে সদস্যপদ দেয়া হয়েছে।