ইসরায়েল এবং ফিলিস্তিনের গাজা উপত্যার শাসক দল হামাসের মধ্যে চার দিনের যুদ্ধবিরতির সমঝোতাকে স্বাগত জানিয়েছে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে থাকা রাশিয়া।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সংবাদমাধ্যম তাসকে এ কথা জানিয়েছেন।
মারিয়া জাখারো বলেন, ‘ইসরায়েল এবং হামাসের মধ্যে চার দিনের যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানায় মস্কো। সংঘাত বৃদ্ধির পর থেকে রাশিয়া এই আহ্বান জানিয়ে আসছে।’
তিনি বলেন, তিনি বিশেষ করে বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধের আহ্বানকে বাস্তবায়িত করার জন্য কাতারের প্রচেষ্টার প্রশংসা করছেন।
এরআগে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, ইসরায়েল ও হামাস চার দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। কাতারের কূটনৈতিক সংস্থা বলেছে, যুদ্ধবিরতির কার্যকরের তারিখ আগামী ২৪ ঘন্টার মধ্যে ঘোষণা করা হবে।
ইসরায়েলে ঢুকে হামাস গত ৭ অক্টোবর আকস্মিক হামলা চালায়। ওই হামলার প্রতিক্রিয়ায় গাজায় টানা হামলা চালাচ্ছে ইসরায়েল। হামলা শুরুর পর ৯ অক্টোবর গাজায় সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে দেশটি।
টানা হামলার শিকার গাজায় খাবার, পানি, ওষুধ ও জ্বালানির সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় কদিন আগে মিশরের রাফা ক্রসিং দিয়ে কয়েকটি ত্রাণবাহী ট্রাক ঢুকেছে ওই উপত্যকতায়।
এতদিন গাজায় জ্বালানি প্রবেশে ইসরায়েলের অনুমতি ছিল না। বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক চাপের মধ্যে সম্প্রতি শুধু হাসপাতাল ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর জন্য জ্বালানির অনুমতি দেয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে সেখানে ঢুকেছে ছয়টি জ্বালানিবাহী ট্রাক।
ভূমধ্যসাগরের তীরবর্তী গাজার সীমান্তের বড় অংশই ইসরায়েলের সঙ্গে, বাকিটা মিশরের সঙ্গে। এর দৈর্ঘ্য ৪১ কিলোমিটার এবং প্রশস্ত ১০ কিলোমিটার। প্রায় ২৩ লাখ মানুষ বসবাস করছে গাজায়।
বেশ কিছুদিন ধরে সীমান্তে অবস্থান নেয়ার পর ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা করে রাশিয়ার সেনারা। বারবার নানা পক্ষ থেকে যুদ্ধবিরতির আহ্বান এলেও এখনও পর্যন্ত এ নিয়ে কার্যত কোনো সমাধান আসেনি।