যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের আলোচিত প্রতিষ্ঠান ওপেনএআইয়ের চাকরি ফিরে পেয়েছেন স্যাম অল্টম্যান।
ওপেনএআই সামজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্টে তার চাকরিতে পুনর্বহাল করার তথ্য নিশ্চিত করেছে বলে সিএনএনের এক প্রতিবেদেন বুধবার বলা হয়েছে।
বছরখানেক আগে চ্যাটজিপিটি এনে শোরগোল ফেলে দেয় ওপেনএআই। এ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ছিলেন স্যাম। তিনি প্রতিষ্ঠানটির সহ–প্রতিষ্ঠাতাও।
সম্প্রতি ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদ বিবৃতি দিয়ে স্যামকে চাকরিচ্যুতির ঘোষণা দিলে ব্যাপক সমালোচনা হয়। স্যামের পদ ছাড়ার পর পদ ছাড়ে আরেকজন সহপ্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট গ্রেগ ব্রোকম্যান।
৩৮ বছর বয়সী স্যামের হাত ধরে বছরখানেক আগে আসে চ্যাটজিপিটি। সারা দুনিয়ায় এর মাধ্যমে তিনি হইচই ফেলে দেন।