ফিলিস্তিনের গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি না হলে উপত্যকার হাসপাতালগুলো মর্গে পরিণত হবে বলে সতর্ক করে দিয়েছে চিকিৎসা সেবাদাতা আন্তর্জাতিক সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস তথা এমএসএফ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) রোববার দেয়া পোস্টে এমএসএফ কানাডা এ সতর্কবার্তা দেয়।
ইসরায়েলে ঢুকে গত ৭ অক্টোবর গাজার শাসক দল হামাসের প্রাণঘাতী হামলার পরিপ্রেক্ষিতে উপত্যকায় এক মাসের বেশি সময় ধরে বিরামহীন বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এসব হামলা থেকে রেহাই পাচ্ছে না বসতবাড়ি, জাতিসংঘের স্কুল, ধর্মীয় উপাসনালয় কিংবা হাসপাতালের মতো বেসামরিক স্থাপনাও।
এমএসএফ কানাডার পোস্টে বলা হয়, ‘হাসপাতালে প্রাণ বাঁচিয়ে রাখে বিদ্যুৎ এবং আমরা জানি এটি ছাড়া রোগীদের মৃত্যু হয়। যদি এখনই ব্যবস্থা নেয়া না হয়, আমরা যদি অবিলম্বে যুদ্ধবিরতির মাধ্যমে এই রক্তপাত বন্ধ না করি কিংবা এসব হাসপাতালের রোগীদের অন্ততপক্ষে চিকিৎসার জন্য সরিয়ে নেয়াকে সমর্থন না করি, তাহলে এসব হাসপাতাল মর্গে পরিণত হবে।’
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা রোববার এক্সে এক পোস্টে জানায়, গাজার বৃহত্তম আল-শিফা হাসপাতালের সঙ্গে যোগাযোগ করতে পারছে না সংস্থাটি।