ইসরায়েলের অব্যাহত হামলার মধ্যে গাজার জনগণের জন্য বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ করা ক্রমশ কঠিন হয়ে পড়ছে, আর তাই গাড়ির ব্যাটারির সঙ্গে সংযোগ করে ফোন চার্জ করছেন তারা।
আল জাজিরার বুধবারের প্রতিবেদনে বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে গাজায় এখন ফোন চার্জ করতে না পারা অন্যতম বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
খান ইউনিসের নাসের হাসপাতালের ভেতরে থাকা ফিলিস্তিনিরা তাদের পরিবারের সঙ্গে সংযুক্ত থাকার জন্য গাড়ির ব্যাটারি দিয়ে তাদের ফোন চার্জ করছে বলে জানায় ইউরো নিউজ।
এরই মধ্যে ইসরায়েল গাজায় জ্বালানি আমদানি নিষিদ্ধ করেছে। গাজাজুড়ে বাস্তুচ্যুত মানুষ, হাসপাতাল এবং এনজিওগুলো বিদ্যুৎ সংকটের মুখোমুখি হচ্ছে।
ইসরায়েলের সামরিক বোমাবর্ষণের কারণে গাজায় ফোন এবং ইন্টারনেট পরিষেবাগুলো অচল হয়ে পড়েছে। দুই মিলিয়নেরও বেশি ফিলিস্তিনি এখন বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ ছাড়াই রয়েছে।
গত ৭ অক্টোবর সকালে হামাস ইসরায়েলে অতর্কিত হামলা চালালে প্রাথমিক পর্যায়ে ৪০ জনের মৃত্যুর তথ্য পাওয়া যায়। এরপরই নিহতের সংখ্যা বাড়তে থাকে। পরে পাল্টা বিমান হামলা শুরু করে ইসরায়েলও। দুই পক্ষই ব্যাপক সংঘর্ষে জড়ায়।
এরই মধ্যে ইসরায়েল হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তারা ব্যাপক বিমান হামলা চালাচ্ছে। গাজায় পানি, খাবার, জ্বালানি, ওষুধ ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দিয়েছে দেশটি।
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে দশ হাজার।