বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

১৯৬৭ সালের পর সর্বোচ্চ শিশু নিহত ফিলিস্তিনে

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৮ নভেম্বর, ২০২৩ ০৯:৪১

গাজায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের হামলায় চার হাজারের বেশি শিশু নিহত হওয়ার পাশাপাশি অপ্রাপ্তবয়স্ক এক হাজার ৩৫০ জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের বেশির ভাগ গাজার ধ্বংস হয়ে যাওয়া ভবনের নিচে চাপা পড়ে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে চার হাজার ২৩৭ শিশু নিহত হয়েছে জানিয়ে জাতিসংঘে ফিলিস্তিনের মিশন জানিয়েছে, সংখ্যাটি ১৯৬৭ সাল থেকে গাজা ও পশ্চিম তীরে নিহত মোট শিশুর দ্বিগুণ।

আল জাজিরা বুধবার জানায়, জাতিসংঘে ফিলিস্তিনের মিশন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টু্ইটার) দেয়া পোস্টে উল্লিখিত তথ্য জানায়।

গাজায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের হামলায় চার হাজারের বেশি শিশু নিহত হওয়ার পাশাপাশি অপ্রাপ্তবয়স্ক এক হাজার ৩৫০ জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের বেশির ভাগ গাজার ধ্বংস হয়ে যাওয়া ভবনের নিচে চাপা পড়ে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

শিশু অধিকার নিয়ে কাজ করা সংগঠন ডিফেন্স অফ চিল্ড্রেন ইন্টারন্যাশনাল-প্যালেস্টাইন জানায়, শিশু নিহতের মোট সংখ্যার ভিত্তিতে বলা যায়, প্রতিদিন ইসরায়েলি হামলায় নিহত হচ্ছে ১৮০ শিশু।

ইসরায়েলে ঢুকে গত ৭ অক্টোবর গাজার শাসক দল হামাসের অতর্কিত প্রাণঘাতী হামলার পরিপ্রেক্ষিতে ওই দিন থেকে গাজায় বৃষ্টির মতো বোমা ফেলছে ইহুদি রাষ্ট্রটি। ইসরায়েলের এ হামলা থেকে নারী, শিশু, বৃদ্ধ কেউই রেহাই পাচ্ছে না।

গাজায় অব্যাহত বোমা হামলায় এক মাসে প্রাণ যায় কমপক্ষে ১০ হাজার ৩২৮ ফিলিস্তিনির। অন্যদিকে হামাসের হামলায় প্রাণ যায় এক হাজার চার শর বেশি ইসরায়েলির।

এ বিভাগের আরো খবর