বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আরও দুই জিম্মিকে মুক্তি দিল হামাস

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৪ অক্টোবর, ২০২৩ ১০:০২

মিশরের সংবাদমাধ্যম আল-কাহেরায় দুই নারীর ভিডিও প্রকাশ করা হয়। মিশর ও গাজার মধ্যকার রাফাহ ক্রসিং হয়ে অ্যাম্বুলেন্সে তারা মিশরে পৌঁছান, তবে বিবিসি জানায় তাদের দুজনের স্বামী এখনও বন্দি রয়েছেন।

ফিলিস্তিনের গাজা উপত্যকার শাসক দল হামাস আরও দুই বন্দিকে মুক্তি দিয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েল।

হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডসের মুখপাত্র আবু ওবায়দা সোমবার এক বিবৃতিতে দুজনকে ‍মুক্তির বিষয়টি জানান বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়।

আবু ওবায়দা বলেন, ‘মানবিক ও স্বাস্থ্যগত কারণ বিবেচনায় তাদের মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

মুক্তি পাওয়া দুই নারী হলেন ৭৯ বছর বয়সী নুরিত কুপার ও ৮৫ বছর বয়সী ইয়োচেভ লিফশিৎজ ।

মিশরের সংবাদমাধ্যম আল-কাহেরায় দুই নারীর ভিডিও প্রকাশ করা হয়। মিশর ও গাজার মধ্যকার রাফাহ ক্রসিং হয়ে অ্যাম্বুলেন্সে তারা মিশরে পৌঁছান, তবে বিবিসি জানায় তাদের দুজনের স্বামী এখনও বন্দি রয়েছেন।

এর আগে মানবিক কারণে যুক্তরাষ্ট্রের দুই বন্দিকে মুক্তি দেয় হামাস।

আল-কাসাম কাসাম ব্রিগেডসের মুখপাত্র আবু ওবায়দাকে উদ্ধৃতি করে আল জাজিরার শুক্রবার রাতের প্রতিবেদনে বলা হয়, ‘কাতারের প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের দুই নাগরিককে (এক নারী ও তার মেয়ে) মানবিক কারণে মুক্তি দেয়া হয়েছে।’

এতে হামাসের মুক্তিপ্রাপ্ত মোট জিম্মির সংখ্যা চারজনে পৌঁছেছে।

ইসরায়েলে ঢুকে গাজার শাসক দল হামাসের গত ৭ অক্টোবরের ব্যাপক প্রাণঘাতী হামলার পর উপত্যকায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এ হামলায় গাজায় প্রাণ গেছে কমপক্ষে চার হাজার ৬৫১ ফিলিস্তিনির। অন্যদিকে হামাসের হামলায় নিহত হয় এক হাজার চার শর বেশি ইসরায়েলি।

এ বিভাগের আরো খবর