গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান হামলায় ৪০০ জনের মতো ফিলিস্তিনি নিহত হয়েছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, হামলায় শুধু রোববার রাতে প্রাণ যায় ৬০ ফিলিস্তিনির।
২৪ ঘণ্টা সময়টা কখন থেকে শুরু হয়, সে বিষয়ে কিছু জানানো হয়নি প্রতিবেদনে।
ইসরায়েল ঘনবসতিপূর্ণ জাবালিয়া শরণার্থী ক্যাম্পে হামলা চালিয়েছে জানিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়, গাজার আল-শিফা ও আল-কুদস হাসপাতালের কাছেও বোমাবর্ষণ করা হয়েছে।
গাজার পাশাপাশি দখলকৃত পশ্চিম তীরেও রোববার রাতভর হামলা চালায় ইসরায়েল। নাবলুসে ইসরায়েলি হামলায় দুই ফিলিস্তিনির প্রাণহানি হয়।
এমন পরিস্থিতিতে রাফাহ সীমান্ত দিয়ে সোমবার ত্রাণের চালান পাঠিয়েছে মিসরের রেড ক্রিসেন্ট।
ইসরায়েলে ঢুকে গাজার শাসক দল হামাসের গত ৭ অক্টোবরের ব্যাপক প্রাণঘাতী হামলার পর উপত্যকায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী।
ইসরায়েলের হামলায় গাজায় প্রাণ গেছে কমপক্ষে চার হাজার ৬৫১ ফিলিস্তিনির। অন্যদিকে হামাসের হামলায় নিহত হয় এক হাজার চার শর বেশি ইসরায়েলি।