ফিলিস্তিনের গাজায় শনিবার রাতভর ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে ৫৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে উপত্যকার শাসক দল হামাস।
আল জাজিরা রোববার জানায়, হামলা বাড়ানোর বিষয়ে ইসরায়েলের ঘোষণার পর এক বিবৃতিতে নিহতের এ সংখ্যা জানাল হামাস।
গাজার শাসক দলের প্রেস অফিসের ওই বিবৃতিতে বলা হয়, হামলায় ৫৫ জনের বেশি ‘শহীদ’ হয়েছে।
এতে উল্লেখ করা হয়, ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র হামলা বাড়ানোর ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টার মধ্যে বোমায় ৩০টি বাড়ি ধ্বংস করা হয়েছে।
গাজার হাসপাতাল সূত্রগুলো বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, রাতভর বিমান হামলায় কমপক্ষে ৫০ ফিলিস্তিনি নিহত হয়।
ইসরায়েলে ঢুকে গত ৭ অক্টোবর হামাসের প্রাণঘাতী হামলার পর থেকে গাজায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটির হামলায় উপত্যকায় প্রায় চার হাজার ৪০০ ফিলিস্তিনি নিহত হয়। অন্যদিকে হামাসের হামলায় প্রাণ যায় এক হাজার চার শর বেশি ইসরায়েলির।