বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে প্রাণ গেছে ২২ সাংবাদিকের

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২১ অক্টোবর, ২০২৩ ১১:৪২

নিহতদের মধ্যে ১৮ জন ফিলিস্তিনের, তিনজন ইরসায়েলের ও একজন লেবাননের।

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলা সংঘাতে এখন পর্যন্ত ২২ সাংবাদিক নিহত হয়েছেন।

বেসরকারি সংস্থা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) শনিবার এক বিবৃবিতে এ তথ্য দিয়েছে বলে বিবিসির প্রতিবেদেন বলা হয়েছে।

এতে বলা হয়, নিহতদের মধ্যে ১৮ জন ফিলিস্তিনের, তিনজন ইরসায়েলের ও একজন লেবাননের।

সিপিজে ১৫ জনের মৃত্যুর জন্য ইসরায়েলি বিমান হামলা এবং দুজনের মৃত্যুর জন্য দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলাকে দায়ী করেছে।

সিপিজে বলছে, ২২ জন নিহতের পাশাপাশি আট সাংবাদিক আহত হয়েছেন এবং তিনজন হয় নিখোঁজ বা আটক হয়েছেন।

সংস্থাটির একজন মুখপাত্র বলেছেন, সাংবাদিকরা সঙ্কটের সময় গুরুত্বপূর্ণ কাজ করা বেসামরিক ব্যক্তি এবং যুদ্ধরত পক্ষের উচিত নয় তাদের লক্ষ্যবস্তু করা।

ইসরায়েলে ঢুকে ফিলিস্তিনের গাজা উপত্যকার শাসক দল হামাস গত ৭ অক্টোবর আকস্মিক হামলা চালায়। ওই হামলার প্রতিক্রিয়ায় গাজায় দুই সপ্তাহ ধরে চালানো ইসরায়েলের বোমা হামলায় নিহত হয়েছে চার হাজারের বেশি ফিলিস্তিনি, যাদের ৪০ শতাংশই শিশু।

ভূমধ্যসাগরের তীরবর্তী গাজার সীমান্তের বড় অংশই ইসরায়েলের সঙ্গে, বাকিটা মিশরের সঙ্গে। এর দৈর্ঘ্য ৪১ কিলোমিটার ও প্রশস্ত ১০ কিলোমিটার।

এ বিভাগের আরো খবর